হলুদ ট্যাক্সির ‘মিটার ডাউন’-এ সৌরভ

RBN Web Desk: অন্তর্জালের নাগপাশে আবদ্ধ অ্যাপ ক্যাবের যুগে কলকাতা শহরের হলুদ ট্যাক্সিচালক রাজুর গল্প বলতে আসছে পরিচালক কিংশুক সরখেলের ছবি ‘মিটার ডাউন’। রাজু একেবারে নিপাট ভালোমানুষ। কিন্তু সমাজ এবং পরিস্থিতির ক্রমাগত চাপে তার আচার-ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। রাজুর চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। এছাড়াও ছবিতে রয়েছেন পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্যায়, শুভস্মিতা মুখোপাধ্যায়, স্বীকৃতি মজুমদার, অপ্রতিম চট্টোপাধ্যায়, সুমন চক্রবর্তীরা।

‘মিটার ডাউন’-এর অন্যতম মূল আকর্ষণ এই ছবির গান। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী এবং দেব গোস্বামী। অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের জন্য অনেকদিন শ্যুটিং বন্ধ ছিল। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ছবির বাকি কাজ শুরু হয়েছে। এর আগে বেশ কয়েকটি  বাংলা ছবিতে সহকারী পরিচালকের কাজ করার তাঁর প্রথম ছবিতে হাত দিয়েছেন কিংশুক।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

ছবির গানগুলিতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী, সোমলতা আচার্য্য চৌধুরী, শুভঙ্কর দে, ঈশান মিত্র, সিঁথি সাহা এবং ইমরান মাহমুদুল। বাংলাদেশের সিঁথি এবং ইমরান এই প্রথম কোনও ভারতীয় ছবির জন্য গান গাইলেন। ছবিতে নচিকেতার কণ্ঠে রয়েছে কলকাতা শহরকেন্দ্রিক একটি গান। প্রথম ছবিতেই নচিকেতা, সোমলতার মতো শিল্পীদের সঙ্গে কাজ করে আপ্লুত কিংশুক। ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ভাস্বর সেন।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে কিংশুক পরিচালিত ছবি ‘মিটার ডাউন’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *