তৃতীয়বার বিয়ে করলেন নোবেল?
RBN Web Desk: তৃতীয়বার বিয়ে করলেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল, এমনটাই দাবি করছে সে দেশের সংবাদমাধ্যম। ২০১৯ সালে একটি জনপ্রিয় গানের রিয়্যালিটি শো-এ তৃতীয় স্থান অধিকার করেছিলেন নোবেল। সেই শো-এর সেরার শিরোপা পেয়েছিলেন গোবরডাঙার অঙ্কিতা ভট্টাচার্য। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন কলকাতার গৌরব সরকার ও উত্তর দিনাজপুরের স্নিগ্ধজিৎ ভৌমিক। একইভাবে যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন নৈহাটির প্রীতম রায় ও নোবেল। সৃজিত মুখোপাধ্যায়
শোনা যাচ্ছে গত বছর ১৫ নভেম্বর বিয়ে করেছেন নোবেল। পাত্রীর নাম মেহরুবা সলসাবিল। এর আগে নোবেলের দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
আরও পড়ুন: লকডাউন পরবর্তী বিনোদন, কী ভাবছে বাংলা টেলিজগৎ?
ইদানিং একাধিক বিতর্কে জড়িয়েছেন নোবেল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনার ঝড় বয়ে গেছে সে দেশে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যও প্রশাসনের তরফ থেকে ডেকে পাঠানো হয় তাঁকে। পরে সেই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেন নোবেল।