বিদেশী সমালোচকদের প্রশংসা পেল অরিন্দমের ‘অন্তর্ধান’
RBN Web Desk: একবছর আগে ছবি সম্পূর্ণ হয়ে মুক্তির দোরগোড়ায় থাকলেও দেশের করোনা পরিস্থিতি বদলে দিয়েছিল সমস্ত কিছু। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ছবি ‘অন্তর্ধান’ এখনও মুক্তি পায়নি। তবে সম্প্রতি দিল্লিতে এক বিশেষ স্ক্রিনিংয়ে বিদেশী সমালোচকদের প্রশংসা পেল ছবিটি। এক প্রফেসরের স্কুলপড়ুয়া মেয়ের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তৈরি এই থ্রিলার ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, রজতাভ দত্ত, হর্ষ ছায়া, সুজন মুখোপাধ্যায়, সুনীতা সেনগুপ্ত ও মোহর চৌধুরী।
দিল্লিতে যে সমস্ত বিদেশি দূতাবাস রয়েছে, তাদের সাংবাদিকরা নিয়মিত সেখানকার ফরেন করেস্পন্ডেন্টস ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। সেই ক্লাবের উদ্যোগেই ছবিটির এক বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, লন্ডন টাইমসের মতো সংবাদপত্রের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছবিটি সাবটাইটেলসহ তাদের দেখানো হয়।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
দিল্লি থেকে অরিন্দম রেডিওবাংলানেট-কে জানালেন, “সকলেই খুব আগ্রহ নিয়ে শেষ অবধি ছবিটা দেখেছেন। স্ক্রিনিংয়ের পরে ছবিটা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও হয়। ভারতীয়দের বিভিন্ন সংস্কৃতি যা ছবির সঙ্গে সম্পর্কিত, তাই নিয়ে তাঁরা জানতে চাইছিলেন। আলোচনাটা খুব সুন্দর এক সাংস্কৃতিক আদানপ্রদানের মাধ্যমে শেষ হলো বলা যায়।”
ফ্রান্সের এক সাংবাদিক ঋত্বিক ঘটকের ছবি আগে দেখেছেন। তিনি কোনওভাবে জানতেন পরমব্রত সম্পর্কে ঋত্বিকের নাতি। সেই সাংবাদিক পরমব্রতকে পর্দায় দেখে চিনতে পারেন। “অনেকে আবার মমতা শংকরকেও চিনতে পারলেন ওঁর নাচের সূত্রে। সব মিলিয়ে সকলেই ছবিটা এনজয় করেছেন। সাসপেন্সটা যে শেষ পর্যন্ত বজায় থেকেছে, সেটা তাঁদের ভালো লেগেছে,” বললেন অরিন্দম।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তর্ধান’।