উদ্যোগী সৌমিত্র, পদত্যাগ পত্র প্রত্যাহার তিন সদস্যের

RBN Web Desk: লকডাউন পরবর্তী সময়ে বাংলা ধরাবাহিকের শুটিং শুরু করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে পদত্যাগ করেছিলেন পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্টস ফোরামের যুগ্মসম্পাদক সপ্তর্ষি রায়, সহকারী সম্পাদক রাণা মিত্র, সহকারী কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সাগ্নিক চট্টোপাধ্যায়। আজ ফোরামের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সপ্তর্ষি, রাণা এবং সোহন তাঁদের পদত্যাগ পত্র প্রত্যাহার করেছেন।

ফোরামের দাবি, ১০ জুন ধারাবাহিকের শুটিং সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) অনুযায়ী শুটিং শুরু করার সম্মতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিষয় সংগঠনের এক সহকারী সম্পাদক ছাড়া আর কেউই অবগত ছিলেন না। এই সম্মতির ফলে শিল্পীদের বেশ কিছু স্বার্থ লঙ্ঘন হওয়ার আশঙ্কায় পদত্যাগ করেন সপ্তর্ষি, রাণা, সোহন ও সাগ্নিক। অভিযোগ, কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে কোনও আলোচনা না করেই তাঁদের প্রধান তিনটি দাবিসহ প্রায় ১০-১২টি বিষয় মুছে ফেলেই এসওপি-তে আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে সই করেন থেকে শঙ্কর চক্রবর্তী, অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং দেবদূত ঘোষ। যে দাবিগুলি নিয়ে ফোরাম প্রথম থেকে শুটিং শুরুর ক্ষেত্রে আপত্তি তুলেছিল, সেই জায়গা থেকে সরে আসার কারণেই বিক্ষোভে পদত্যাগ করেন ওই চার সদস্য।

আরও পড়ুন: শিল্ড হাতছাড়া গঙ্গাপদর, কীভাবে এগোবে গল্প?

এরপর ১২ জুলাই ফোরামের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অরিজিৎ চৌধুরী এবং আর্টিস্টস ফোরামের কার্যনির্বাহী সমিতির বেশ কয়েকজন সদস্য। ছিলেন সপ্তর্ষি, রাণা এবং সোহনও। শারীরিক অসুস্থতার কারণে সাগ্নিক এই সভায় উপস্থিত থাকতে পারেননি। শুটিং শুরু সংক্রান্ত এসওপি স্বাক্ষরিত হওয়ার সময়ে পদ্ধতিগত ত্রুটি মেনে নিয়ে দীর্ঘ আলোচনার পর সেগুলিকে নির্মূল ও সংশোধন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই ফোরামের তরফ থেকে ওই চার সদস্যকে তাঁদের পদত্যাগ পত্র প্রত্যাহার করতে অনুরোধ করা হয়। সপ্তর্ষি, রাণা এবং সোহন তাঁদের পদত্যাগ পত্র প্রত্যাহার করেছেন। সুস্থ হয়ে সাগ্নিকও তাঁর পদত্যাগ প্রত্যাহার করবেন বলে আশাবাদী ফোরাম।

ছবি: গার্গী মজুমদার

শিল্ড হাতছাড়া

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *