শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
সন্ধ্যা নামার মুখে হেঁটে রাস্তা পেরিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আরতি ও সুব্রত। ক্যামেরা ধীরে-ধীরে সরে এসে ফ্রিজ় হলো শহরের একটি ল্যাম্পপোস্টে। সেই ল্যাম্পপোস্টে আলো জ্বললেও, তার একটি হোল্ডার ভাঙা।
সত্যজিৎ রায় পরিচালিত ‘মহানগর’ ছবির শেষ দৃশ্য এটাই। ছবিতে আরতির ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় ও সুব্রতর চরিত্রে ছিলেন অনিল চট্টোপাধ্যায়। এছাড়া সুব্রতর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি।
আরও পড়ুন: ‘সারেগামাপা’ বিতর্কে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন রূপঙ্কর
শেষ দৃশ্যে ল্যাম্পপোস্ট ও ভাঙা হোল্ডারটি দেখানোর পর সেই সময় দর্শকমহলে ও কলকাতার খবরের কাগজে ঝড় বয়ে যায়। প্রায় সবাই একমত যে সত্যজিৎ কলকাতা পৌরসভার মুখে ঝামা ঘষে দিয়েছেন। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ল্যাম্পপোস্টে একটি আলো জ্বলছে, অন্যটি ভাঙা এবং আরেকটি অকেজো। অত্যুৎসাহী সমালোচকরা হিসেব কষে বার করলেন যে কলকাতার ৬৬ শতাংশ রাস্তার আলোই বিকল।
আসল কথা হলো, শেয দৃশ্যে ল্যাম্পপোস্টের ক্লোজ় শট সত্যজিতের চিত্রনাট্যেই ছিল। বাকিটা নিছকই সমাপতন। কিন্তু প্রায় প্রতিটি কাগজেই সত্যজিতের জয়জয়কার। বিশ্ববরেণ্য পরিচালক কী নির্মমভাবেই না প্রশাসনকে কষাঘাত করেছেন!
তথ্যসূত্র: অং Bong চং, লেখক: ইন্দ্রনীল মুখোপাধ্যায়


 
									
					 
					 
					