শঙ্কু থিম পার্ক পেতে চলেছে শহর
RBN Web Desk: কয়েক বছর আগেই তৈরি হয়েছিল ফেলুদা পার্ক। সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে এর আগেই নিউ টাউনে একটি পার্ক ছোটদের জন্য তৈরি করা হয়েছিল। এবার নিউ টাউনেই সত্যজিতের তৈরি বৈজ্ঞানিক চরিত্র প্রফেসর শঙ্কুকে নিয়ে তৈরি থিম পার্কের দরজা খুলে যাবে ছোটবড় সবার জন্য। সত্যজিতের জন্মশতবর্ষে এই পার্কটি তৈরি করেছে এনকেডিএ। ২ মে সত্যজিতের জন্মদিন উপলক্ষে নজরুল তীর্থে এক অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে এই পার্কের উদ্বোধন করবেন লেখকপুত্র সন্দীপ রায়। এছাড়াও অনুষ্ঠানে থাকবে সত্যজিতের বইয়ের প্রদর্শনী, দেখানো হবে সন্দীপ পরিচালিত ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’ ছবিটি।
এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন যে সত্যজিতের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাত্র দেড় মাসের মধ্যে এই থিম পার্ক তৈরি করা হয়েছে। ছোটবড় সকলেরই এই পার্ক ভালো লাগবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ‘সারেগামাপা’ বিতর্কে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন রূপঙ্কর
কী থাকবে এই শঙ্কু থিম পার্কে?
মূল দরজা দিয়ে ঢুকেই চোখে পড়বে শঙ্কুর বিশাল বড় মূর্তি। হাতে রিভলবার নিয়ে তিনি ছুটছেন তাঁর পোষা বিড়াল নিউটনের সঙ্গে। এছাড়া থাকবে শঙ্কুর ল্যাবরেটরি ও মেডিটেশন এরিয়া। থাকবে ছোটদের খেলার জন্য কর্ভাস প্লে এরিয়া। এছাড়াও দেখা পাওয়া যাবে পিরামিড, মমি, ডাইনোসর, এলিয়েনসহ শঙ্কু কাহিনীতে উল্লিখিত বিশেষ-বিশেষ জায়গা ও প্রাণীর। শঙ্কুর বিভিন্ন গল্পের ঘটনা নিয়ে বেশ কিছু চিত্রশিল্পও থাকবে এই পার্কে।
এরপর সত্যজিতের ছবি ‘অপুর সংসার’ নিয়েও একটি থিম পার্ক তৈরির পরিকল্পনা তাঁদের রয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
এ বছর সত্যজিতের জন্মদিনের দিনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। তাই তার একদিন আগে, ১ মে পার্কটির উদ্বোধন করবেন সন্দীপ।