হাসপাতালে ভর্তি প্রতীক সেন
RBN Web Desk: হাসপাতালে ভর্তি হলেন প্রতীক সেন। বর্তমানে ‘মোহর’ ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শঙ্খর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন সোনামনি সাহা। অন্যান্য চরিত্রে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়, ঋতা দত্ত চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায় ও দুলাল লাহিড়ি।
সূত্রের খবর, উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন প্রতীক। তাঁকে সঙ্গে-সঙ্গে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল, ভয়ের কোনও কারণ নেই। তবে তাঁকে বেশ কয়েকদিন বাড়িতে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকৎসকরা।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এর আগে ‘খোকাবাবু’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। ‘মোহর’ও বর্তমানে যথেষ্ট জনপ্রিয়। কন্নড় ভাষায় রিমেক হতে চলেছে এই ধারাবাহিকটি। শীঘ্রই শুরু হবে এর সম্প্রচার।