মর্ত্যে আসতে অরাজি মা দুর্গা, অতঃপর
RBN Web Desk: বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ এখন যেমন ব্যস্ত তেমনই সবজান্তা। প্রযুক্তির কল্যাণে সবাই যেন সারাক্ষণই ছুটছে। তবু তার মধ্যেও এই এক দুর্গোৎসব, যার জন্য অপেক্ষা থাকে সকলের। কিন্তু মা দুর্গা যদি নিজেই মর্ত্যে আসতে অস্বীকার করেন? এমন কিছু যদি সত্যিই ঘটে তবে কেমন হবে? সেই নিয়েই টিম ইললিটারেট তৈরি করেছে এক স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মা কি এবার আসবে না?’ দেবদেবীদের সঙ্গে দূরভাষে কথোপকথন নিয়ে তৈরি এই ছবি পরিচালনার টিমে রয়েছেন ডেবি, সায়ন্তন চক্রবর্তী, শুভম, অর্ঘ্য ও স্যাম।
ছবির মুখ্য চরিত্রেরা হলেন মহাদেব, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং এক তথ্যপ্রযুক্তি কর্মী। শেষোক্তের কর্মীর কাছে হঠাৎই একদিন স্বর্গ থেকে ফোন আসে। সেই ফোন নাকি করছেন স্বয়ং বাবা মহাদেব! একে-একে ছেলেমেয়েদের সকলের সঙ্গে কথা হওয়ার পর শেষে খোদ মা দুর্গা জানান তিনি এ বছর আর মর্ত্যে আসতে চান না। চারদিকে এত অনাচার অবিচার দেখে স্বর্গে বসে জগৎজননী ঠিক করেছেন তিনি আর ধরাধামে অবতীর্ণ হবেন না। এবার কী হবে? প্রথমটায় সেই ফোনে তেমন আমল না দিলেও পরে চিন্তায় পড়ে যায় সেই যুবক। তাহলে কি এবার পুজো হবে না?
আরও পড়ুন: অনির্বাণের বিদায় ব্যোমকেশ
ছবিতে একক অভিনয়ে রয়েছেন সায়ন্তন। এছাড়া দেবদেবীদের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন পায়েল দে, সমুজ্জ্বল ঘোষ, মৌমিতা পণ্ডিত, অর্ঘ্য গিরি ও দেবপ্রিয়া ঘোষ গোস্বামী।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মা কি এবার আসবে না?’