অনির্বাণের বিদায় ব্যোমকেশ
কলকাতা: ‘ব্যোমকেশ’ ওয়েব সিরিজ়ের নামভূমিকায় আর দেখা যাবে না অনির্বাণ ভট্টাচার্যকে। গতকাল শহরে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি। ২০১৭ সালের ১৪ অক্টোবর শুরু হয়েছিল এই সিরিজ়ের স্ট্রিমিং। এখনও পর্যন্ত আটটি সিজ়নে তেরোটি কাহিনি সম্প্রচার হয়েছে। এই সাত বছরে ব্যোমকেশের সহকারী হিসেবে অজিত চরিত্রের অভিনেতার বদল হয়েছে দুবার। প্রথমদিকে ছিলেন সুব্রত দত্ত। পরে সেই ভূমিকায় অভিনয় করেন সুপ্রভাত দাস। শেষ সিজ়নে অজিতের ভূমিকায় ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দুর্গ রহস্য’-এ শেষবারের মতো অনির্বাণকে ব্যোমকেশ হিসেবে দেখা যাবে। তবে এই কাহিনি ‘ব্যোমকেশ’ ওয়েব সিরিজ়ের অন্তর্গত নয়। এটি বাংলা সাহিত্যভিত্তিক সিরিজ় ‘বেস্ট অফ বেঙ্গল’-এর প্রথম পর্ব।
আরও পড়ুন: নভেম্বরেই ঘোষণা প্রসেনজিতের?
তবে অনির্বাণকে আর সত্যান্বেষীর ভূমিকায় দেখা না গেলেও, ওয়েব সিরিজ়টি শেষ হয়ে যাচ্ছে না। অনির্বাণের পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রে দেখা যাবে।
ছবি: এক্স