আরামপ্রিয় বাঙালির ল্যাদ এবার অ্যানিমেশনে
RBN Web Desk: ‘অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব’-এর চরিত্র যে আরব বেদুইনদের একেবারেই বিপরীত এবং তারা কর্মক্ষেত্রে যুদ্ধ জয়ের চাইতে ঘরে বসে আরাম করাকেই শ্রেয় মনে করে, এ কথা রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবেই বলে গেছেন। আরামপ্রিয় বাঙালির অধুনা সবচেয়ে প্রিয় শব্দ বোধহয় ‘ল্যাদ’। সেই নিয়েই এক অভিনব স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি তৈরী করে ফেলেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও পেশায় সাংবাদিক অনির্বাণ ভট্টাচার্য। বাংলা ছবিতে এই ধরণের উদ্যোগ সম্ভবত এই প্রথম।
পনেরো মিনিটের ছবি ‘ল্যাদ’-এর মূল চরিত্র কিঙ্কর (ঋত্বিক) একজন কর্পোরেট চাকুরে। অফিসের অত্যধিক চাপ ও বাড়িতে সর্বক্ষণ বউয়ের নানা চাহিদায় অতিষ্ট হয়ে ওঠে তার জীবন। কিঙ্কর এসব থেকে পালাতে চায়, খুঁজে ফেরে শান্তি। এইসময় আবির্ভূত হন ভূতের রাজা (অনির্বাণ)। তিনি কিঙ্করকে একটি অ্যাপের মাধ্যমে বিশেষ বর দেন, যার ফলে সে যত খুশি ল্যাদ খেতে পারবে।। কিঙ্কর এতদিন ধরে যা খুঁজে বেড়াচ্ছিল তা সে শেষমেশ ভূতের রাজার বরে ফিরে পেল। কিন্তু তারপর কী? সেই নিয়েই প্রদীপ্তর মজাদার অ্যানিমেশন ছবি ‘ল্যাদ’।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
বাংলায় এরকম ছবি করার কথা কীভাবে মাথায় এলো? “প্রযোজনা সংস্থার তরফ থেকে একটা প্রস্তাব এসেছিল। তখনই ব্যাপারটা বেশ অভিনব লাগে। আমি নিজে একসময় অ্যানিমেশন নিয়ে অনেক কাজ করেছি, তাই ছবির প্রস্তাবটা আমার পছন্দ হয়েছিল,” রেডিওবাংলানেট-কে বললেন প্রদীপ্ত।
ছবির মূল দুটি চরিত্র ছাড়া অন্যান্য সবকিছুই এই ছবিতে অ্যানিমেটেড। তাই সম্পূর্ণ ছবিটাই একেবারে অন্যধারার হবে বলে দাবী পরিচালকের। কিন্তু ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র পরে এরকম একটা বিষয় নিয়ে কাজ করলেন কেন? “যেহেতু এখানে পুরো কাজটা লাইভ অ্যাক্টর নিয়ে নয়, যে ধরণের কাজ আমি করে থাকি তার থেকে একেবারেই আলাদা একটা ব্যাপার, তাই প্রস্তাবটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে এই কাজটা করতেও অনেক সময় লেগেছে। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র রেকর্ডিংয়ের সময় থেকেই আমরা এই ছবিটা শুরু করে দিয়েছিলাম। এখন দেখা যাক দর্শকদের কেমন লাগে” জানালেন প্রদীপ্ত।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
ছবি প্রসঙ্গে ঋত্বিক জানালেন, “ছবির নাম ‘ল্যাদ’ হলেও আসল কাজের সময় কিন্তু প্রচুর খাটতে হয়েছে।”
ছবির ভাবনা শংকর শীলের, সঙ্গীত পরিচালনা করেছেন অনির্বাণ অজয় দাস। ‘ল্যাদ’-এ জ্যাজ়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানালেন অজয়। প্রায় গোটা ছবিটা জুড়েই নেপথ্যে একটি গান থাকবে। গানটি গেয়েছেন দিব্যেন্দু মুখোপাধ্যায়। তাই ‘ল্যাদ’ একটি মিউজ়িক্যালও বটে। ছবিটি সম্পাদনায় করেছেন প্রদীপ্ত। অ্যানিমেশনের দায়িত্বে ছিলেন অমিত কুমার বাগচী ও দৃশ্যগ্রহণ করেছেন রাণা প্রতাপ কারফর্মা।
ভবিষ্যতে এই ধরণের কাজ আরও করতে আগ্রহী বলে জানালেন প্রদীপ্ত।
১১ জানুয়ারি থেকে আইস মিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘ল্যাদ’।