রাজ্যে ৭০০ ‘পাঠান’, দক্ষিণ কলকাতার রাস্তায় বন্ধ যান চলাচল

কলকাতা: ভোররাত থেকেই জনজোয়ার, মিছিল। তার জেরেই অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিং। একসময় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ভিড় সামলাতে হিমসিম খেয়ে যায় কলকাতা পুলিশ। বসুশ্রী প্রেক্ষাগৃহে সকাল ১০টায় ছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’-এর প্রথম শো। হলের বাইরে ছিল শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস ও চিৎকার। তাঁদের দাবি ছিল, সময়ের আগেই খুলে দেওয়া হোক সিনেমা হল। রাস্তার মাঝে কেকও কাটেন তাঁরা।

তবে তারও আগে দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে সকাল ৬টার শো-এ প্রায় হাউজ়ফুল হয় ‘পাঠান’।

মুক্তির দিন কোনও ছবি নিয়ে এরকম উন্মাদনা নজিরবিহীনই বলা চলে। আজ সকালে কালীঘাটে বাজার করতে গিয়েছিলেন ষাটোর্ধ অসিত চক্রবর্তী। তিনি জানালেন, “১৯৯১ সালে ‘হম’ ছবি মুক্তির সময় এরকম উন্মাদনা দেখেছিলাম। আমি তখন দমদমে থাকতাম। ঢোল-করতাল বাজিয়ে, মিছিল করে অমিতাভ বচ্চনের অনুরাগীরা নেত্র সিনেমা হলে ছবি দেখতে এসেছিল। তবে গত তিন দশকে আজকের মতো দৃশ্য কখনও চোখে পড়েনি।”

আরও পড়ুন: অলক্ষ্মীদের পাঁচালী নিয়ে নতুন সিরিজ়

পশ্চিমবঙ্গে কমবেশি ৭০০ শো পেয়েছে ‘পাঠান’। শহরের কয়েকটি মাল্টিপ্লেক্সে এ সপ্তাহে দৈনিক ৩০টিরও বেশি শো থাকছে ছবিটির।

হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে ‘পাঠান’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *