জাতিস্মরের কাহিনী নিয়ে আসছেন কুশল, থাকছে মুকুলও
RBN Web Desk: জাতিস্মরের কাহিনী নিয়ে আসছেন কুশল চক্রবর্তী। টেলিভিশনে একাধিক ধারাবাহিক পরিচালনা করার পর এবার বড়পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তাঁর ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রের নাম মুকুল ধর। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবিতে এই একই নামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
তবে সংবাদমাধ্যমের কাছে তাঁর ছবি নিয়ে কিছু ভেঙে বলতে চাইলেন না কুশল। শুধু জানালেন, মুকল জাতিস্মর কিনা, সেটাই হবে তাঁর ছবির বিষয়বস্তু। ছবির কাস্টিং শুরু করার ঠিক আগেই দেশে করোনা ভাইরাসের কারণে জারি হয় লকডাউন। তাই আপাতত পিছিয়ে গেছে ছবির কাজ।
আরও পড়ুন: শিষ্যকে দেওয়া উপহারে বাঁধা গুপ্তধনের সংকেত
এর আগে টেলিভিশনে ‘ধ্যাত্তেরিকা’, ‘হিয়ার মাঝে’ ও ‘বিজয়ীনি’র মত ধারাবাহিক পরিচালনা করেছেন কুশল। বাংলা ছবিতে সত্যজিৎ ছাড়াও অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।