বাংলা ছবির গানে ফিরলেন কুমার শানু
RBN Web Desk: বেশ অনেকদিন পর বাংলা ছবির গানে ফিরলেন কুমার শানু । পরিচালক চিন্ময় দাসের ছবি বুঝিনি এমন হবে-এর জন্য সম্প্রতি শানু একটি গান রেকর্ড করলেন কলকাতার এক স্টুডিয়োয়। ছবির সঙ্গীত পরিচালক নিবিড়। গানের কথা লিখেছেন বিমলরাজ।
“ভালো সুর করেছে নিবিড়,” বললেন শানু। “কথাগুলোও খুব সুন্দর। আশা করছি এই ছবির সঙ্গীত জনপ্রিয় হবে।”
শানু ছাড়াও এই ছবিতে গান গেয়েছেন জুন বন্দ্যোপাধ্যায়, জ়ুবিন নৌত্যাল, আকাশ সেন, মহমম্দ রিজ়ভী ও জিৎ সরকার।
চমকের লড়াই, ১০ টন রূপোর রথে দেবী দুর্গা
বুঝিনি এমন হবে-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, পিউ গোস্বামী, সুমিত সমাদ্দার, অতনু বর্মন, রাজনন্দিনী প্রামাণিক ও অন্যান্যরা। পরিচালক চিন্ময়কেও দেখা যাবে বিশেষ একটি চরিত্রে।
সেপ্টেম্বরের শেষ দিকে মুক্তি পাবে ছবিটি।