পরী কি পারবে এই মায়ার বাঁধন কাটাতে?
RBN Web Desk: ছোট বয়সে পিতৃহারা কুট্টুসকে ক্রমশ অপূর্বর কাছাকাছি আসতে দেখে এক অজানা ভয় গ্রাস করে পরীকে। সে কলকাতার বাড়ি ছেড়ে কুট্টুস আর শাশুরিকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করে। ছেলে ও মাকে নিয়ে দূরে কোনও ছোট শহরে নতুন করে সংসার শুরু করতে চায় পরী। সে একাই কুট্টুসের মা এবং বাবা, দুজনের দায়িত্ব পালন করবে। সত্যিই কি কুট্টুস তার আঙ্কলের এই টানকে ভুলতে পারবে? কিসেরই বা ভয় পরীর? নতুন করে কি মায়ায় জড়িয়ে পড়তে চলেছে পরী আর অপূর্ব? পরী কি পারবে সেই মায়ার বাঁধন কাটাতে?
এরকমই একটি চমকপ্রদ পর্ব নিয়ে সম্প্রচারিত হতে চলেছে ‘কড়ি খেলা’ ধারাবাহিকের একঘন্টার মহাপর্ব।
আরও পড়ুন: দুঃসাহসেই ভরসা রাখছে টিম ‘অতি উত্তম’
অল্প বয়সে স্বামীহারা পরী একা হাতে দশভূজার মত আগলে রেখেছে সংসার। শাশুড়ির বহু অনুরোধ সত্ত্বেও সে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নাকচ করে গেছে। তবে বিধির বিধান কখনও খণ্ডন করা যায়না। আর তাই অজান্তেই কখন অপূর্বকে আঁকড়ে ধরেছে কুট্টুস। স্ত্রী বিয়োগের পর অপূর্ব তার দুই মেয়েকে নিয়ে নিজের যৌথ সংসারে জীবন অতিবাহিত করছে। ভাগ্যের পরিহাসে কুট্টুস অপূর্বর মধ্যে খুঁজে পায় পিতৃস্নেহ। আর অন্যদিকে অপূর্ব নিজেও যেন দিনদিন কুট্টুসের মায়ায় জড়িয়ে পড়ে। নিজেদের হারিয়ে যাওয়া ভালোবাসাকে ভুলে কি নতুন পথ বেছে নেবে পরী আর অপূর্ব?
৮ মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকমহলে জনপ্রিয়। ‘কড়ি খেলা’য় পরীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীপর্ণা রায়। অপূর্বর চরিত্রে রয়েছেন আনন্দ ঘোষ।
আগামীকাল রাত ৮.৩০ টায় জ়ি বাংলায় সম্প্রচারিত হবে ‘কড়ি খেলা’র এক ঘন্টার বিশেষ পর্ব।