ছোট পর্দায় ব্রাত্য ভাইফোঁটা?
RBN Web Desk: যে কোনও মেগা-ধারাবাহিকেই, তা বাংলা হোক বা হিন্দী, টিআরপি বাড়ানোর একটা সহজ কৌশন হল গল্পে কোনও বিয়ের ট্র্যাক ঢুকিয়ে দেওয়া। যেহেতু ভারতে সামাজিক বিয়ের অনুষ্ঠান অনেকদিন ধরে চলে, সেই জন্য অনেকগুলো এপিসোড এই নিয়েই কাটিয়ে দেওয়া যায়। এছাড়া অনেক ধারাবাহিকে সেপ্টেম্বর-অক্টোবরে দুর্গাপুজোর ট্র্যাকও দেখানো হয়।
বিয়ে বা পুজো বাংলা ধারাবাহিকে দেখা গেলেও ভাইফোঁটার ট্র্যাক কোনও ধারাবাহিকে দেখা যায় না বললেই চলে। অথচ বাঙালির পুজোর মরশুম, যা দুর্গাপুজো দিয়ে শুরু, তা শেষ হয় এই ভাইফোঁটা দিয়েই।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
কিন্তু টেলিভিশনে কেন ব্রাত্য ভাইফোঁটা? সংবাদমাধ্যমকে এ ব্যাপারে নিজেদের মতামত জানালেন ছোট পর্দার পরিচালক, চিত্রনাট্যকার, ও অভিনেতা-অভিনেত্রীরা।
১. অপরাজিতা আঢ্য, অভিনেত্রী
প্রায় ২২ বছর ধরে অভিনয় করছি। টেলিভিশনে কাজ করেই দর্শক আমাকে চিনেছে। কিন্তু এত বছরেও কোনও ভাইফোঁটার দৃশ্য শ্যুট করিনি আমি। টিভি সিরিয়ালের চিত্রনাট্যকাররা বোধহয় মনে করেন ভাইফোঁটার দৃশ্যে খুব বেশি টিআরপি বাড়বে না। তা ছাড়া ভাইবোনের সম্পর্ক নিয়ে ছোট পর্দায় গল্প খুব একটা লেখাও হয় না। তাই হয়ত এরকম কোনও ট্র্যাক দেখা যায় না।