উত্তমকুমার অভিনীত ছবির দ্বিতীয় রিমেকে রাজকুমার
RBN Web Desk: উত্তমকুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত সুপারহিট ‘ছদ্মবেশী’র দ্বিতীয় রিমেকে অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও। ১৯৭১ সালে অগ্রদূত পরিচালিত এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায়, অনুভা গুপ্ত, শুভেন্দু চট্টোপাধ্যায়, তরুণ কুমার ও জহর রায়। উত্তম অভিনীত চরিত্রটির নাম ছিল অবনীশ।
১৯৭৫ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ছদ্মবেশী’র রিমেক ‘চুপকে চুপকে’ ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ী, লিলি চক্রবর্তী ও ওম প্রকাশ। এই ছবিতে অবনীশ চরিত্রটির নাম রাখা হয় পরিমল ত্রিপাঠি। সেই ভূমিকায় অভিনয় করেন ধর্মেন্দ্র। হিন্দি ছবিটিও অত্যন্ত সফল হয়।
আরও পড়ুন: ধ্বংস করা হোক তাঁর সব সৃষ্টি, ইচ্ছাপত্রে জানালেন সুমন
নভেম্বরে রাজকুমার অভিনীত ‘ছালাং’ এবং ‘লুডো’ মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই তিনি ‘রুহি আফজ়ানা’র শুটিংও শেষ করে ফেলেছেন।
আপাতত ‘ছদ্মবেশী’র দ্বিতীয় হিন্দি রিমেকের শেষ পর্যায়ের চিত্রনাট্য লেখার কাজ চলছে। এই ছবিতে অবনীশ চরিত্রেই রাজকুমারকে দেখা যাবে । শুভেন্দু অভিনীত সুকুমার চরিত্রে অভিষেক বচ্চনকে দেখা যেতে পারে। তবে ছবি চূড়ান্ত কাস্টিং এখনও হয়নি।
মার্চ থেকে শুরু হবে ‘ছদ্মবেশী’র দ্বিতীয় হিন্দী রিমেকের শুটিং।