বস্টনে সেরা প্রগতিশীল ছবির শিরোপা পেল ‘অব্যক্ত’
RBN Web Desk: বস্টনে এ বছরের ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা প্রগতিশীল ছবির শিরোপা পেল অর্জুন দত্তর ‘অব্যক্ত’। এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, আদিল হুসেন, অনুভব কাঞ্জিলাল, সামন্তক দ্যুতি মৈত্র, অনির্বাণ ঘোষ, খেয়া চট্টোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও দেবযানী চট্টোপাধ্যায়। ছবির কাহিনী ও চিত্রনাট্য পরিচালকের।
সাথী (অর্পিতা) ও তার ছেলে ইন্দ্রর (অনুভব) সম্পর্কের টানাপাড়েনের কাহিনী নিয়েই তৈরী হয়েছে ‘অব্যক্ত’।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
ইন্দ্রর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন সামন্তক। ইন্দ্রর বেড়ে ওঠার দিনগুলোয়, কৈশোর থেকে যৌবনে পা বাড়ানোর পথের বিভিন্ন ঘটনাবলী এবং তা কিভাবে তাকে প্রভাবিত করে সেই নিয়েই এগিয়ে চলে ছবির গল্প। কিছু অদ্ভুত ঘটনা ইন্দ্রকে এক অন্য মানুষে পরিণত করে যা সে আগে কখনও ছিল না। এই সমস্ত ঘটনাবলীর সঙ্গে ইন্দ্রর বাবা কৌশিক (অনির্বাণ), সাথী ও কৌশিকের বন্ধু রুদ্র (আদিল) জড়িয়ে পড়েন। জীবনের নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে ইন্দ্রর বড় হয়ে ওঠা ও এক অন্য মানুষে পরিণত হওয়ার কাহিনী ‘অব্যক্ত’।