টেলিভিশনে এবার নীহাররঞ্জনের কিরীটি
RBN Web Desk: উচ্চতায় সাড়ে ছয় ফুট, গায়ের রং ফরসা, কোঁকড়ানো ব্যাকব্রাশ করা চুল, নিখুঁতভাবে কামানো দাঁড়িগোফ, চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের চশমা, মুখে পাইপ আর মাথায় টুপি। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন বর্ণনা শুনে চরিত্রের নাম অনুমান করা খুবই সহজ। ইনি নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটি রায়। শোনা যাচ্ছে এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে এবার ধারাবাহিকরূপে আসতে চলেছে কিরীটি।
বড়পর্দায় এর আগে কিরীটি রায়কে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে। এক নামী প্রযোজনা সংস্থার হাত ধরে নীহাররঞ্জনের কিরীটি আসতে চলেছে টেলিভিশনে। এর আগে এই একই প্রযোজনা সংস্থা নির্মিত ছবিতে কিরীটির ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অরুণিমা ঘোষ ও শান্তিলাল মুখোপাধ্যায়। তবে ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে কারা থাকবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উদ্যোগী সৌমিত্র, নতুন দায়িত্বে শান্তিলাল
যুক্তরাজ্যে নীহাররঞ্জনের সঙ্গে আলাপ হয় বিখ্যাত গোয়েন্দাকাহিনী লেখক আগাথা ক্রিস্টির। এরপরেই নীহাররঞ্জন দেশে ফিরে নিমার্ণ করেন কিরীটি চরিত্রটি। ‘কালো ভ্রমর’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে রহস্যভেদী কিরীটির। এরপর সহকারী সুব্রতকে নিয়ে কিরীটির একের পর এক রহস্যের সমাধান লিপিবদ্ধ করেন নীহাররঞ্জন। শোনা যায়, ছোটবেলায় দেখা একটি আত্মহত্যা এবং এক যক্ষারোগে আক্রান্ত দেওরের দ্বারা তার অন্তঃসত্ত্বা বিধবা বৌদিকে গুলি করে খুনের ঘটনাই তাঁকে পরবর্তীকালে কিরীটি চরিত্রের নির্মাণে সাহায্য করে।