উত্তমদা বললেন, এটাই ন্যাচরাল অ্যাক্টিং প্রসেস: লিলি চক্রবর্তী
RBN Web Desk: বাংলা ছবির একমাত্র ম্যাটিনি আইডল উত্তমকুমারের কাছে তিনি ন্যাচরাল অ্যাক্টিং শিখেছিলেন বলে জানালেন বিশিষ্ট অভিনেত্রী লিলি চক্রবর্তী। সম্প্রতি একটি ছবির শুটিংয়ে পাওয়া গেল তাঁকে। উত্তমকুমারকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন তিনি।
১৯৫৮ সাল থেকে অভিনয় করছেন লিলি। অজস্র বাংলা এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন। উত্তমকুমারের প্রসঙ্গ উঠতেই রেডিওবাংলানেট-কে বললেন, “উত্তমদা এভারগ্রীন। মৃত্যুর ৪২ বছর পরেও তিনি দর্শকের মনে সেই একইরকমভাবে উজ্জ্বল। আমার তো মনে হয় এক শতক পার করে গেলেও কেউ ওঁকে ভুলতে পারবে না। আমার বোনঝির মেয়ে, মানে আমার নাতনি তার কয়েকমাস বয়স, সেও টিভিতে উত্তমকুমারের ছবি হলে বড়-বড় চোখ করে তাকিয়ে থাকে। ভাবা যায়!”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
সম্প্রতি মুক্তি পেয়েছে উত্তমকুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’। সেই ছবিতে অভিনেতার ব্যক্তিগত জীবনের নানা দিক উঠে এলেও, তার বেশিরভাগটাই দর্শকের আগে থেকে জানা। সেই অর্থে ‘ক্লিন ইমেজ’ না থাকা সত্বেও জনপ্রিয়তার দিক থেকে তিনিই এক নম্বর নায়ক। লিলি মনে করেন উত্তমকুমারের জনপ্রিয়তা ছিল তাঁর পর্দার ইমেজের জন্য। “ওঁকে মানুষ ভালোবাসতো ব্যবহারের জন্য। যারা ওঁকে চিনতেন তারা প্রত্যেকে বলবেন একজন স্টার অভিনেতার ওরকম ব্যবহার কল্পনা করা যায় না। ওঁর কাজ, অভিনয়, তার জন্যই মানুষ ওঁকে ভালোবেসেছে। আজও মনে রেখেছে, আগামী দিনেও রাখবে,” বললেন লিলি।
উত্তমের সঙ্গে তাঁর প্রথম ছবি ‘বিপাশা’ হলেও সেখানে দুজনের একসঙ্গে কোনও দৃশ্য ছিল না। “সেই অর্থে উত্তমদার সঙ্গে আমার প্রথম ছবি ‘দেয়া নেয়া’। এই ছবিটা মানুষ এখনও এত ভালোবাসে কী বলব! আমি তখন একদম নতুন। অথচ উনি কখনও বুঝতেই দেননি যে আমি প্রথম ওঁর সঙ্গে কাজ করছি। প্রত্যেকটা দৃশ্য নিজে সুন্দর করে বুঝে নিতেন, তারপর বুঝিয়েও দিতেন যে এভাবে করবে। মনেই হতো না যে কাজ করছি। খুব সহজেই সব হয়ে যেত। মনে পড়ে, এক জায়গায় বসে আমি, উত্তমদা আর বুড়োদা (তরুণকুমার) গল্প করছি। তখন আলো ঠিক করা হচ্ছে বলে আমাদের বিশ্রাম দেওয়া হয়েছে। নানারকম কথার মাঝে হঠাৎ খেয়াল করলাম আমরা আমাদের সংলাপগুলোই বলতে শুরু করে দিয়েছি। আমি তো অবাক! আমি ওঁদের জিজ্ঞাসা করলাম, আমরা কি রিহার্সল করছি? উত্তমদা বললেন, রিহার্সল নয়, এটা ন্যাচরাল অ্যাক্টিং প্রসেস। এই যে সাধারণ কথা বলতে-বলতে আমরা সংলাপে ঢুকে গেলাম, এভাবেই খুব স্বাভাবিকভাবে আমাদের অভিনয়টা করতে হবে। যেন আমরা তিনজন এখন যেমন গল্প করছি ওখানেও ব্যাপারটা এরকমই লাগে, বুঝিয়ে বলেছিলেন উত্তমদা।”
ছবি: প্রতিবেদক