দুটি ভার্সনে মুক্তি পাবে ‘এল্ ডোরাডো’
RBN Web Desk: দুটি ভার্সনে মুক্তি পেতে চলেছে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’। সত্যজিৎ রায়ের লেখা ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ অবলম্বনে এই ছবি পরিচালনা করেছেন সন্দীপ রায়। ছবিতে শঙ্কুর ভূমিকায় রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও নকুড়বাবুর চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রহ্লাদের চরিত্রে থাকছেন উদয়শঙ্কর পাল।
সম্প্রতি সংবাদমাধ্যমকে সন্দীপ জানিয়েছেন, দুটি ভার্সনের মধ্যে একটির ইংরেজি সংলাপ সেই ভাষাতেই থাকবে। কলকাতা ও অন্যান্য শহরে মুক্তি পাবে এই ভার্সনটি। দ্বিতীয়টিতে ইংরেজি সংলাপ বাংলায় ডাব্ করা হবে। এটি মুক্তি পাবে শহরতলি ও মফঃস্বলের প্রেক্ষাগৃহে। তবে ডাব্ করা ভার্সনটিতে বাংলা উচ্চারণে কোনও বিকৃত টান থাকবে না। বিদেশী অভিনেতাদের কণ্ঠ পরিস্কার বাংলাতেই ডাব্ করা থাকবে।
আরও পড়ুন: নিজের বায়োপিকে থাকছেন না সৌমিত্র
উল্লেখ্য, ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’র প্রথম ১০-১৫ মিনিট ছাড়া গোটা ছবিতেই থাকছে ইংরেজি সংলাপ। কলকাতার দর্শকরা এই ভার্সনটিই দেখতে পাবেন।
২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’।