বন্ধ হওয়ার আশঙ্কায় ‘খনার বচন’ সহ আরও দুটি ধারাবাহিক
কলকাতা: টালিগঞ্জ স্টুডিওপাড়ায় টেলিভিশনে কর্মরত অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বকেয়া থাকার জেরে বন্ধ হওয়ার আশঙ্কায় জনপ্রিয় ধারাবাহিক ‘খনার বচন’। সম্প্রতি এই একই কারণে শুরু হওয়ার ছ’মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে ‘আমি সিরাজের বেগম’।
শোনা যাচ্ছে, বেতন না পাওয়ার কারণে গত মাস থেকে প্রায়ই বন্ধ থেকেছে ‘খনার বচন’ ছাড়াও বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ যার মধ্যে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘জয় বাবা লোকনাথ’ অন্যতম। কিছুদিন আগে মুখ্য শিল্পীদেরও বদল করা হয়েছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকে।
পুজোর আবহে জমাটি অ্যাডভেঞ্চার
সূত্রের দাবী, অভিনেতা-অভিনেত্রী ছাড়াও, এই ধারাবাহিকগুলির সঙ্গে যুক্ত বহু টেকনিশিয়নদেরও পারিশ্রমিক বাকি। এই নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ। শ্যুটিং এখন কোনওমতে চললেও, কাজ বন্ধ হয়ে গেলে যে ধারাবাহিকগুলির সম্প্রচারও বন্ধ হয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
‘ভূমিকন্যা’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদেরও একই অভিযোগ। বহুদিন আগে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও এখনও বকেয়া পারিশ্রমিক পাননি তারা।