মিতিনমাসিকে নিয়ে প্রতিযোগিতা শুরু টালিগঞ্জে
RBN Web Desk: বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রদের নিয়ে টানাপোড়েন জারি টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের পর এবার সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র মিতিনমাসিকে নিয়ে প্রতিযোগিতা শুরু হল প্রযোজকদের মধ্যে।
বেশ কয়েক মাস আগে শোনা যাচ্ছিল মিতিনমাসিকে নিয়ে ছবি প্রযোজনা করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। তবে শিবপ্রসাদ-নন্দিতা পরে জানিয়ে দেন, ইচ্ছে থাকলেও এখনই বড় পর্দায় আসছে না মিতিনমাসি। প্রায় একই সময় প্রযোজক হিমাংশু ধানুকা দাবী করেন যে মিতিনমাসি সিরিজ়ের একাধিক গল্পের চিত্রস্বত্ব তাঁর কাছে আছে এবং শীঘ্রই জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রকে নিয়ে তৈরি হবে পূর্ণ দৈর্ঘ্যের ছবি। শোনা যাচ্ছে, মাঝখানে এই পরিকল্পনা হিমঘরে চলে গেলেও এ বছরের শেষের দিকেই হয়ত শুরু হয়ে যেতে পারে কাজ। অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি এই ব্যাপারে কথাও হয়েছে হিমাংশুর।
পুজোর আবহে জমাটি অ্যাডভেঞ্চার
এদিকে ‘নীলাচলে কিরীটি’, ‘হ্যাপি পিল’, ‘কিশোরকুমার জুনিয়র’-এর মত ছবির প্রযোজক রূপা দত্তর কাছেও আছে মিতিনমাসির বেশ কয়েকটি গল্পের স্বত্ব। সূত্রের দাবী, তিনিও আর দেরি করতে চান না এ বিষয়ে এবং মিতিনমাসিকে নিয়ে ছবি করার ব্যাপারে আলোচনা শুরু করেছেন প্রযোজক-পরিচালক অরিন্দম শীলের সঙ্গে। সবকিছু ঠিকঠাক চললে আগামী দু’মাসের মধ্যেই শুরু হয়ে যেতে পারে শ্যুটিং।
আসলে ব্যোমকেশের মতই, একাধিক প্রযোজকের হাতে রয়েছে মিতিনমাসির বিভিন্ন গল্পের চিত্রস্বত্ব। বাংলা সাহিত্যের মতই বর্তমানে বাংলা ছবির জগতেও থ্রিলারের চাহিদা সবথেকে বেশি। তাই দেরি করতে চাইছেন না কোনও পক্ষই।