এবার টেলিভিশনে চুক্তিবদ্ধ সম্পর্কের কাহিনী
RBN Web Desk: প্রেম তো কোনও প্রসাধনী নয় যে ব্যবহার করতেই হবে। প্রেম যেন এক চোরাবালি, পা দিয়েছ কী মরেছ। এমনটাই বিশ্বাস করে সরস্বতী। প্রেমে বিশ্বাস নেই এমন এক রক্ষণশীল যৌথ পরিবারে সরস্বতীর জন্ম। আধুনিকতার মোড়কে জীবন ভাসিয়ে বাড়ির নিয়ম লঙ্ঘন সেখানে একেবারেই কাম্য নয়। তাই বড়জেঠুর মেয়ে যমুনার বিয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় খবরের কাগজে। ইঞ্জিনিয়র পাত্র পাভেলের পরিবারের তরফ থেকে সম্বন্ধ আসে। দুতরফের পাকা দেখার দিন, দিদির বরকে দেখার উত্তেজনা সংবরণ করতে না পেরে পাত্রপক্ষের সামনে হাজির হয় সরস্বতী। তারপরই যমুনার পরিবর্তে পাত্রপক্ষ হঠাৎই সরস্বতীকে পাভেলের জন্য পাত্রী হিসেবে পছন্দ করে। এদিকে যমুনা মনে-মনে পাভেলকেই স্বামী হিসেবে পছন্দ করেছে।
ধর্মসঙ্কটে পরে বিয়ের দিন সকালে বাড়ি থেকে পালিয়ে যায় সরস্বতী। রাস্তায় ঘটনাচক্রে তার সঙ্গে রোহিতের দেখা হয়। রোহিতের জীবনের মূল উদ্দেশ্য যে কোনও উপায়ে টাকা রোজগার করা। সরস্বতীর সঙ্গে টাকার বিনিময়ে রোহিত বিয়ের চুক্তি করে। রোহিতকে নিয়ে বাড়ি ফিরে আসে সরস্বতী। সম্পর্কের চুক্তি যখন শেষের পথে তখন সরস্বতী ও রোহিত দুজনেই বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে। প্রেমে চিরঅবিশ্বাসী সরস্বতীর জীবনেও ভালোবাসা আসে। কী হয় এরপর?
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
সরস্বতী ও রোহিতের চুক্তিবদ্ধ সম্পর্কের কাহিনী নিয়ে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘সরস্বতীর প্রেম’। মুখ্য চরিত্রে রয়েছেন পল্লবী দে ও অভিষেক শর্মা।
৭ ডিসেম্বর থেকে রাত ৯.৩০টায় সান বাংলা চ্যানেলে দেখা যাবে ‘সরস্বতীর প্রেম’।