টেক্কা দিল ‘বহুরূপী’?

RBN Web Desk: দুর্গাপুজোর মুখে একইসঙ্গে সারা বাংলায় মুক্তি পেয়েছিল তিনটি ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ (Bohurupi), সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ (Tekka) এবং পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ (Shastri)। তিনটি ছবির মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করেছে ‘বহুরূপী’, এমনটাই দাবি প্রযোজনা সংস্থার। সম্প্রতি বক্স অফিসে ₹২ কোটি আয় উপলক্ষে হাওড়ার একটি প্রেক্ষাগৃহে কেক কাটলেন ছবির পরিচালক ও শিল্পীরা। 

হিন্দি ছবির ক্ষেত্রে যেমন কোন ছবি কেমন ব্যবসা করছে তার মোটামুটি তথ্য পাওয়া যায়, বাংলায় তেমন কোনও ব্যবস্থা নেই। অনেকটাই আন্দাজে ধরে নিতে হয়। সেই আন্দাজে ভর করেই ছবির নির্মাতারা একরকম তথ্য দেন আবার বিরোধী শিবির জানায় সেই সংখ্যা ভুল। গতবছর মুক্তি পাওয়া বেশ কিছু ছবির ক্ষেত্রে ব্যবসা নিয়ে পরিচালকদের মধ্যে চাপা রেষারেষি এখনও চলছে।

আরও পড়ুন: হরর-কমেডি সিরিজ়ে ৩ ভূতের রোজনামচা

এবারের পুজোর ছবির ক্ষেত্রেও আয়ের অঙ্কের ব্যাপারে সুস্পষ্ট তথ্য দিতে দেখা যায়নি কাউকেই। তবে প্রচারের রেষারেষিতে দুই প্রযোজনা সংস্থার কেউই পিছিয়ে নেই। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) অভিনীত ‘বহুরূপী’ দাবি জানাচ্ছে এক মাসের মধ্যে ১০ লক্ষ মানুষ ছবিটি দেখে ফেলেছেন। অন্যদিকে দেব (Dev), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘টেক্কা’ জানাচ্ছে মাসখানেক সময়ের মধ্যে তাদের সারা বাংলার কালেকশন নাকি ₹৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। 

আরও পড়ুন: নস্টালজিয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই

দুই প্রযোজনা সংস্থার মধ্যে কারওর দাবির সপক্ষেই কোনও জোরালো যুক্তি নেই। তার অন্যতম কারণ বাংলা ছবিতে বক্স অফিস কালেকশন গণনা করার মতো কোনও প্রামাণ্য সংস্থা নেই। তবে ‘টেক্কা’ এখনও অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। অন্যদিকে এখনও শহর কলকাতার হলগুলিতে অন্তত দু’-তিনটি করে শোয়ে দেখা যাচ্ছে ‘বহুরূপী’।

বড়দিনে আবার একইসঙ্গে মুক্তি পেতে চলেছে বড় হাউজ়ের দু’তিনটি ছবি। অর্থাৎ ছবির ব্যবসা নিয়ে এই ইগোর লড়াই আবারও ফিরতে চলেছে মাসখানেক পর। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *