তথাগতর ছবিতে জুটি বাঁধছেন দেবলীনা-বিক্রম
RBN Web Desk: বছরজুড়ে ভিন্ন ভাষাভাষীদের নানা পরব, উৎসব ইদানিং বাঙালি জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এইসবের মাঝে পড়ে ক্রমশ ফিকে হয়ে আসছে বাংলার নিজস্ব পুজো, পার্বণ, সংস্কৃতি। বাঙালির সেই হারাতে বসা ঐতিহ্য আর সংস্কৃতির গল্প নিয়ে আসছে তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) ছবি ‘রাস’। অভিনয়ে থাকবেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), দেবলীনা কুমার (Devlina Kumar), অনসূয়া মজুমদার (Anashua Majumdar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty), রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), শঙ্কর দেবনাথ, পারিজাত চৌধুরী, অপ্রতিম চট্টোপাধ্যায়, দেবাশীষ রায়, দেবপ্রসাদ হালদার, বিমল গিরি, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, সুরাইয়া পারভিন, স্বাতী মুখোপাধ্যায়, সঞ্জিতা, মৌসুমি অধিকারী, ঋক দেব, পাপিয়া পাল, ঋষভ চক্রবর্তী, রিয়ানকা রায়, পামেলা কাঞ্জিলাল, ঐশ্বর্য পাল, নিলয় সমীরণ নন্দী, সর্বদমন সোম, সুমিত দত্ত, বিশ্বজিৎ রায়, জয়ন্ত ভট্টাচার্য, সত্রাবিত পাল।
এর আগে ‘পারিয়া’ ছবিতে তথাগতর পরিচালনায় কাজ করেছেন বিক্রম। ‘পারিয়া’র দ্বিতীয় পর্বের কাজও চলছে। এরই মাঝে বিক্রমকে নিয়ে একেবারে অন্য ধারার এক ছবির কথা ঘোষণা করলেন তথাগত। গতকাল রাস পূর্ণিমার দিন সমাজমাধ্যমে ছবিটির কথা জানান পরিচালক। তথাগতর দাবি, বাঙালির হারিয়ে যাওয়া নস্টালজিয়া ফিরিয়ে দেবে এই ছবি।
আরও পড়ুন: ৩০ পার করে ফের আসছে ‘আন্দাজ় অপনা অপনা’
এক যৌথ-পরিবারের সম্পর্ক ও মূল্যবোধের কাহিনি ‘রাস’। মানিকপুর গ্রামের চক্রবর্তী বাড়িতে রাস উৎসব আর ঝুলন উপলক্ষে সাজো-সাজো রব। তবে তার থেকেও বড় কথা এ বাড়ির ছেলে সোমনাথ ১৮ বছর পর বাড়ি আসছে। সোমনাথের ছোটবেলা কেটেছে এই বাড়িতেই। মায়ের আদরে, দিদামার প্রশ্রয়ে গ্রামের স্কুল, পুকুর, মেলা, নাটক, বিচিত্রানুষ্ঠান, দেশ বিদেশের গল্প এসব নিয়েই চব্বিশ ঘন্টার উৎসবের মধ্যে দিয়ে কেটে যাচ্ছিল সোমনাথের নিশ্চিন্ত ছোটবেলা। পাশের বাড়ির রাইয়ের সঙ্গে সারাদিন খেলাধুলা দেখে সকলেই বলে দুজনে রাজযোটক, বিয়েটা শুধু সময়ের অপেক্ষা। একসময় সোমনাথের মায়ের অসুস্থতা সবকিছুকে যেন থামিয়ে দেয়। সোমনাথের বাবা দিল্লিতে থাকেন। তিনি চাইলেও তার স্ত্রী গ্রাম ছেড়ে শহরে চিকিৎসা করাতে যেতে রাজি নন। বাড়ির মেয়েদের ইচ্ছে গ্রামে থেকেই চিকিৎসা হোক।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারে ফারুকী, তৈরি করবেন তথ্যচিত্র
এদিকে সঠিক চিকিৎসার অভাবে মারা যায় সোমনাথের মা। সেই রাস পূর্ণিমার দিন বৃষ্টি মাথায় করে সোমনাথের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তার বাবা। স্ত্রীর মৃত্যুর জন্য বাড়ির লোকেদের সিদ্ধান্তকেই দায়ী করেন তিনি। ছিন্ন করে দেন সব সম্পর্ক।
রণজয় (বাঁদিকে) ও তথাগত
এই ঘটনার ১৮ বছর পর, চাকরির দায়িত্ব নিয়ে কানাডা চলে যাওয়ার আগে একবার মানিকপুরে আসে সোমনাথ। যদিও তার স্মৃতির সেই মানিকপুর আর নেই। পাল্টে গেছে সবকিছু। পাল্টে গেছে রাইও। বড় চাকরি ছেড়ে সে গ্রামেই থেকে গেছে, এখানেই এক ছোটদের স্কুলে পড়ায়। এত বছর পর সবকিছু ফিরে পেয়ে সোমনাথ কি গ্রামের মানুষ, আত্মীয়স্বজন, রাই, তার শৈশবের স্মৃতিকে ফেলে রেখে কানাডা পাড়ি দিতে পারবে?
‘রাস’ হারিয়ে যাওয়া শিকড়ের টান, রক্তের টান, মূল্যবোধ আর ভালোবাসার গল্প। ‘পারিয়া’র হিংস্রতার পর বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের কাহিনিতে তথাগত-বিক্রম জুটি দর্শকের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।