ভুল প্রশ্নেই অর্থলাভ?

RBN Web Desk: যথেষ্ট ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছে কে হবে বাংলার কোটিপতি, যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় এই নতুন গেম শো’র ফলাফল একেবারেই আশাব্যঞ্জক নয়। একই গ্রুপে অন্য ধরাবাহিকের রেটিং যেখানে ১.৪, সেখানে কে হবে বাংলার কোটিপতির রেটিং ০.৯।

ওয়াকিবহাল মহলের ধারণা, সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় দাদাগিরি যতটা জনপ্রিয় হয়েছিল, তার ধারাকাছেও যেতে পারবে না কে হবে বাংলার কোটিপতি। কারণ উঠে আসছে দুটি। এক: এই শো-এর কনসেপ্ট সকলেরই জানা, নতুনত্ব কিছু নেই। দুই: চ্যানেল কর্তৃপক্ষ অনেকদিন আগে থেকেই প্রচার করেছিলেন যে এই শো আসতে চলেছে। বিপক্ষ চ্যানেলগুলো তাই অনেক সময় পেয়ে যায় তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলার। এই দুইয়ের কোপে তাই প্রথম সপ্তাহে অন্তত প্রাপ্য নম্বর ঘরে তুলতে পারেনি কালারস বাংলা টিম।

হঠাৎ বরকর্তা হিসেবে হাজির উত্তমকুমার: মাধবী

কিন্তু আরেকটি ব্যাপার নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক।

সূত্রের দাবী, সম্প্রতি একটি পর্বে এক প্রতিযোগীকে একটি প্রশ্ন করা হয় যার সবকটি বিকল্পই ছিল ভুল। প্রতিযোগী সেই ভুল বিকল্পগুলো থেকেই একটি উত্তর বেছে নেয় এবং সেটিকে সঠিক বলে ঘোষণা করে দেওয়া হয়। তাকে সেই ধাপের প্রাপ্য অর্থও দিয়ে দেওয়া হয়। প্রথা অনুযায়ী, পরীক্ষা বা অন্য কোনও ক্ষেত্রে মাল্টিপ্‌ল চয়েস প্রশ্নের সবকটি বিকল্পই যদি ভুল দেওয়া থাকে, তাহলে পরীক্ষার্থীকে সেই প্রশ্নের প্রাপ্য নম্বর দিয়ে দেওয়া হয়। গেম শো-এর প্রযোজক সংস্থাও তাই একই প্রথা অবলম্বন করে। তফাৎ একটাই, এক্ষেত্রে ভুল উত্তরটিকেই ঠিক বলে ঘোষণা করে দেওয়া হয়। সূত্রের মতে, প্রশ্নটিই যে ভুল ছিল, সেটা ধরা পরে অনেক দেরীতে।

সব মিলিয়ে প্রথম সপ্তাহেই বেশ বিপাকে কে হবে বাংলার কোটিপতি।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *