‘শ্রীময়ী’র বিশেষ পর্বের প্রস্তুতি
RBN Web Desk: করোনা ভাইরাসের আতঙ্ক থেকে বাঁচতে তালা পড়েছে স্কুল, কলেজ, অফিসের দরজায়। এমনকি দোকান, বাজারহাটও করতে হচ্ছে নিয়ম মেনে সাবধানতায়। বন্ধ সমস্ত কলকারখানা, যানবাহন। ১৭ মার্চ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেওয়া হয় টালিগঞ্জ স্টুডিওপাড়ায় সমস্ত শুটিং। তাই জাতীয় ও আঞ্চলিক টেলিভিশন চ্যানেলে একাধিক পুরোনো ধারাবাহিকের পুনঃসম্প্রচার।
তবে এরই মাঝে জনপ্রিয় ‘শ্রীময়ী’ ধারাবাহিকের বিশেষ পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রযোজনা সংস্থা। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, চিত্রা সেন ও টোটা রায়চৌধুরী।
আরও পড়ুন: জন্মশতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পেল ‘আমি ও অপু’র টিজ়ার
এই ধারাবাহিকে এর আগে শ্রীময়ীকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখেছেন দর্শক। সেই সূত্র ধরেই এবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক বিশেষ পর্বের পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা সংস্থার সুত্রে জানা গেছে যে লকডাউনের সমস্ত নিয়ম মেনে তাঁদের বাড়ি থেকেই এই বিশেষ পর্বের শুটিং করবেন শিল্পীরা।