সুভাষচন্দ্র বসুর নেতাজি হয়ে ওঠার গল্পই বলবে নতুন ধারাবাহিক
RBN Web Desk: নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় হয়ে ওঠাটাই তাঁর ধারাবাহিকে দেখাতে চান, এমনটাই বললেন সুমন দাস। সম্প্রতি শুরু হওয়া সুভাষচন্দ্রের জীবনী নির্ভর ধারাবাহিক—নেতাজি—পরিচালনা করছেন সুমন।
সংবাদমাধ্যমকে সুমন জানালেন, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন, না কি সাধুর বেশে পরবর্তীকালে দেশে ফিরে আসেন, এই নিয়ে অনেক কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। কিন্তু তাঁর বড় হয়ে ওঠা, রাজনৈতিক শিক্ষা, কেমন করে তিনি একজন দেশনায়ক হয়ে উঠলেন, ব্যক্তিগত জীবনেই বা তিনি কেমন মানুষ ছিলেন, এই সমস্ত বিষয় আড়ালেই থেকে গেছে। তাই নিয়ে খুব একটা চর্চা বা আগ্রহ দেখা যায় না। এই বিষয়গুলিই তিনি তুলে আনতে চান ধারাবাহিকে, জানালেন সুমন।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
এর আগে জনপ্রিয় ধারাবাহিক সীমারেখা পরিচালনা করেছেন সুমন। এই ধারাবাহিক পরিচালনার পাশাপাশি, কালুয়া নামক চরিত্রে অভিনয়ও করেন তিনি। তবে মেনে নিচ্ছেন, তাঁর দু’দশকের টেলি-জীবনে নেতাজিই কঠিনতম কাজ। স্টুডিয়োয় যাওয়ার আগে অনেক নথি, বই পড়তে হচ্ছে, বললেন সুমন।