দুই বাংলার শিল্পীদের নিয়ে প্রকাশ হতে চলেছে ‘চেতনায় নজরুল’
RBN Web Desk: ‘যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে/অস্তপারের সন্ধ্যাতারায়, আমার খবর পুছবে।’ তাঁর রচিত প্রায় চার হাজার গানের মধ্যে অনেকগুলিই সংরক্ষণের অভাবে, স্মৃতির অতলে হারিয়ে গেছে কিন্তু ‘ছায়ানট’ তাঁকে হারিয়ে যেতে দেয় নি। তিনি ‘জ্যৈষ্ঠের ঝড়’, ‘বিদ্রোহী কবি’ কাজী নজরুল ইসলাম।
২৯ আগস্ট কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘কোয়েস্ট ওয়ার্ল্ড’ এক অভিনব উদ্যোগ নিয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও বাচিকশিল্পীদের একত্রিত করে ‘চেতনায় নজরুল’ ভিডিও সিরিজ়টি প্রকাশ করতে চলেছেন তাঁরা। দুই বাংলার শিল্পী ছাড়াও অন্যান্য দেশের বেশ কিছু প্রথিতযশা শিল্পী এই উদ্যোগে সামিল হয়েছেন।
আরও পড়ুন: না জানিয়ে বাদ, ক্ষোভ শ্রীলেখার
এই অভিনব প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের প্রতিটি কোনে নজরুল ইসলামের সৃষ্টি ছড়িয়ে পড়বে এই আশা নিয়েই কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার স্বাগত গঙ্গোপাধ্যায় এবং ছায়ানট কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক কাজ করে চলেছেন। নজরুল স্মরণে ছায়ানট (কলকাতা) ১১ দিন ব্যাপী একটি বিশেষ অনুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’ এর আয়োজন করেছে। ২১ আগস্ট থেকে প্রতিদিন ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় ‘ছায়ানট কলকাতা’র পেজ থেকে অনুষ্ঠানটি দেখা যাচ্ছে। এছাড়াও একযোগে দেখা যাবে ‘নজরুল মেলা’, ‘রেডিও নজরুল’, ‘প্রতিদিনের কাগজ’ এবং ‘জে রেকর্ডস’ থেকে। ছায়ানট (কলকাতার) সভাপতি সোমঋতা মল্লিক ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশের একুশে পদকে সম্মানিত মুক্তিযোদ্ধা শিল্পী শাহীন সামাদ এবং বরেন্য শিল্পী ফাতেমা তুজ জোহরা, অধ্যাপক ডঃ নাশিদ কামাল (বাংলাদেশ), ওস্তাদ করিম শাহাবুদ্দিন (বাংলাদেশ), বিজন মিস্ত্রি (বাংলাদেশ) প্রমুখ শিল্পীরা।
এছাড়াও ২৯ আগস্ট নজরুলের প্রয়াণ দিবসে কলকাতার রাজারহাটের নজরুল তীর্থ আয়োজন হতে চলেছে একঘণ্টাব্যাপী একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ছায়ানট (কলকাতা) নিজস্ব পেজ থেকে।