₹৪০০ কোটি পেরোল ‘পাঠান’
RBN Web Desk: বক্স অফিসে ₹৪০০ কোটি পেরোল ‘পাঠান’। গতকাল পর্যন্ত ভারতে ছবিটির সংগ্রহ ₹৪০১.৪০। ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। একটি বিশেষ চরিত্রে রয়েছেন সলমন খান।
এতদিন পর্যন্ত এদেশে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি ছিল ‘দঙ্গল’। ছবিটির ব্যবসায়িক অঙ্ক ছিল ₹৩৮৭.৩৮ কোটি। তালিকায় এর পরেই ছিল ‘সঞ্জু’ ও ‘ওয়ার’। ভারতে এই ছবি দুটির উপার্জন ছিল যথাক্রমে ₹৩৪২.৫৩ কোটি ও ₹৩১৮ কোটি। মুক্তির ১২ দিনের মাথায় এই সব ক’টি ছবিকে ছাপিয়ে গেল ‘পাঠান’।
আরও পড়ুন: ব্যোমকেশের দায়িত্বে বিরসা
বক্স অফিস সংগ্রহের নিরিখে এখনও পর্যন্ত সবথেকে সফল ছবি ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ (₹৫১১ কোটি)। তবে সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা কারণ সবে দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ‘পাঠান’।