প্রথমবার ওয়েব সিরিজ়ে কৌশিক গঙ্গোপাধ্যায়

RBN Web Desk: পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষজন এবং তাঁদের কীর্তিকলাপ ইদানিং ‘ভাইরাল’ হয়ে উঠছে  অন্তর্জালের মাধ্যমে। ম্যারাপ বাঁধা মঞ্চ আর হাতে গোনা দর্শক এখন অতীত। বিশ্বের যে কোনও প্রান্তে বসে অপর প্রান্তে একনিষ্ঠ ভক্তদল তৈরি করা এখন বলার থেকে করে ফেলা সহজ।

বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে  ভারতজোড়া নামডাক হয়েছে তেমনই একটি প্র্যাঙ্কস্টার দলের। খ্যাতির শীর্ষে উঠতে-উঠতে গ্রুপের মুকুটে রুপো এবং সোনার প্লেবাটনের পর জুড়ে যায় আরও একটি নতুন পালক।স্বপ্ননগরী মুম্বইয়ে একটি ফ্যানফেস্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায় তারা। সেই আনন্দ উদযাপন করতে প্র্যাঙ্কস্টার দলটি কলকাতার উপকণ্ঠে এক প্রাচীন রাজবাড়িতে রাত কাটাতে যায়।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

আড্ডা চলাকালীন পানীয় ফুরিয়ে যাওয়ায় দলের দুই পুরুষ সদস্য রাজবাড়ির বাইরে যায়। ফিরে আসার পর ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে হতবাক হয়ে যায় তারা। দেখে, তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে এবং তাদের থেকে একটু দূরে চেয়ারে বসে আছেন এক প্রৌঢ়। উপর থেকে দেখে নিতান্ত ছাপোষা নিরীহ বলে মনে হলেও তার কথাবার্তায় বা কাজে সেটা প্রকাশ পায় না।

ওয়েব সিরিজ়ে

সাগ্নিক (সোমু) চট্টোপাধ্যায়

প্রৌঢ় সেই মানুষটি ওই চার সদস্যের দলটির কাছে একটি প্র্যাঙ্ক ভিডিও করার শর্ত দেন। একমাত্র তাহেলই তার হাত থেকে তাদের মুক্তি মিলবে। নইলে অঘটন অবশ্যম্ভাবী। তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ। উপায়ান্তর না দেখে দলের তিনজন ওই প্রৌঢ়ের ইচ্ছাপূরণ করতে বেরিয়ে পড়ে। আর একজন জামিন হিসেবে রাজবাড়িতে প্রৌঢ়ের হাতেই বন্দী হয়ে থাকে। এরপর প্রৌঢ়ের কলকাঠিতে ঘটতে থাকে একের পর এক রোমহর্ষক ঘটনা। এক-এক করে চারজনেই ওই অনাহুত আগন্তুকের জালে জড়িয়ে পড়ে। রহস্যময় এই উন্মাদ প্রৌঢ়র হাত থেকে তারা কি আদৌ মুক্তি পাবে?



চার বন্ধুর এই অভিযান নিয়েই তাঁর ‘প্র্যাঙ্কেনস্টাইন’ ওয়েব সিরিজ়ের প্লট সাজিয়েছেন পরিচালক সাগ্নিক (সোমু) চট্টোপাধ্যায়। মুখ্য চরিত্রে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই প্রথমবার কোনও ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। এছাড়াও রয়েছেন দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুন্ডু, রেমো, ভাস্কর দত্তরা। চিত্রগ্রহণ দায়িত্বে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য। শব্দবিন্যাস এবং সঙ্গীত পরিচালনায় থাকছেন রাজদীপ গঙ্গোপাধ্যায়।

শীঘ্রই ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘প্র্যাঙ্কেনস্টাইন’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *