সন্দেহের মূল্য দিতে অবিশ্বাস্য চমক নিয়ে ‘কফিন’
RBN Web Desk: প্রেমের সম্পর্কে শুধুই কি প্রেম থাকে? শুধু প্রেমই কি যথেষ্ট পুরুষ-নারীর একটা সম্পর্ককে টেনে নিয়ে যাবার জন্য? না, শুধু প্রেম নয়। বরং প্রেমের চেয়ে অনেক বেশি প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, যত্ন কিংবা প্রশ্রয়ের মতো ছোট-ছোট মানবিক প্রলেপের। তবেই সে সম্পর্ক হয়ে ওঠে দীর্ঘস্থায়ী, যা মানুষকে সুখ ও শান্তি দিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ শুধু প্রেমকে সম্বল করে সম্পর্ককে চিরস্থায়ী করতে চায়। ফলে জন্ম নেয় সন্দেহ, অবিশ্বাস, হিংসা আর ষড়যন্ত্র। এমনই এক জটিল সম্পর্কের কাহিনী নিয়ে তাপসী রায় পরিচালনা করেছেন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘কফিন’। ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সোনালী চৌধুরী ও ঐশ্বর্য।
‘কফিন’ এর গল্প অ্যান্টনি আর এমিলিকে ঘিরে। প্রতিষ্ঠিত লেখক অ্যান্টনি ডি’সুজা আর তার স্ত্রী এমিলির একদা সুখের সংসার একটি গাড়ি দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায়। সেই দুর্ঘটনায় এমিলি চিরকালের মতো পঙ্গু হয়ে যায়। শারীরিক অসুস্থতার সঙ্গে যোগ হয় নানা মানসিক সমস্যা। অ্যান্টনিকে হারাবার ভয় যেন এমিলিকে দিনে-দিনে আরও বেশি সন্দেহপ্রবণ করে তোলে। সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। অন্য কোনও মহিলাকে সে অ্যান্টনির আশেপাশে সহ্য করতে পারে না।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এমিলিকে নিয়ে বেড়ে চলা সমস্যা সামলে অ্যান্টনি কিছুতেই লেখার কাজে মনোনিবেশ করতে পারে না। দুদিক সামলাবার জন্য অবশেষে সে এক অদ্ভুত সিদ্ধান্ত গ্রহণ করে। অ্যান্টনির হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তই ছবির মূল চমক।
ছবির চিত্রগ্রহণ করেছেন মধুরা পালিত। সম্পাদনায় আছেন শর্মিষ্ঠা ঝা। ছবিতে সুরারোপ করেছেন বিশ্ববিজয় সেন।
ফিল্মএরা স্ট্রিমিং অ্যাপে দেখা যাচ্ছে ‘কফিন’।