‘গুমনামী’কে ‘টরচার’ বললেন তসলিমা
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘গুমনামী’কে ‘টরচার’ বললেন লেখিকা তসলিমা নাসরিন। ছবিটি দেখার পর আজ তিনি সোশ্যাল মিডিয়াতে এই প্রতিক্রিয়া দিয়েছেন।
২ অক্টোবর মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী ও বিপ্লব দাশগুপ্ত অভিনীত ‘গুমনামী’। ছবিটির মুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠলেও নির্বিঘ্নেই মুক্তি পেয়েছে ‘গুমনামী’।
তসলিমার অভিযোগ, অত্যধিক আবেগ ও ক্ষীণ প্রমাণের সাহায্যে গল্পকে উপস্থাপন করেছেন পরিচালক। তাঁর মতে, “সিরিয়াস ইস্যু নিয়ে সিরিয়াস কথাবার্তা নেই, শক্ত শক্ত প্রমাণ খাড়া করানো নেই, বুদ্ধিদীপ্ত যুক্তি-তর্ক নেই।” ছবিটিকে তিনি ছোটদের রহস্য উদঘাটন মুভি বলেও উল্লেখ করেছেন।
‘গুমনামী’ নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি লেখিকা। তাঁর দাবী, সমস্ত থিওরিকে মিথ্যা বলে ঘোষণা করে গুমনামী বাবাকে নেতাজী সুভাষচন্দ্র বসু বলে প্রমাণ করার জন্য যতটা চোখের জল ফেলা দরকার তা ফেলেছেন সৃজিত। পরিচালককে অলিভার স্টোনের কন্সপিরেসি থিওরি ছবিগুলি দেখার পরামর্শ দিয়েছেন তসলিমা।