গুলজ়ারের জন্মদিনে বাংলার শিল্পীদের অভিনব শ্রদ্ধার্ঘ
RBN Web Desk: ‘খুব ভোরে স্বপ্ন যখন দরজায় কড়া নেড়ে গেল/দরজা খুলে দেখি সীমান্তের ওপার থেকে/কিছু অতিথি দাঁড়িয়ে, পরিচিত সবাই।” সত্যিই তো এমনভাবে রোজ কেই বা শুধু ভাবনা দিয়ে সীমান্ত পারাপার করতে পারেন সম্পূরণ সিং কালরা ওরফে গুলজ়ার ছাড়া। গতকাল গুলজ়ারের জন্মদিনে বিশিষ্ট বাচিকশিল্পী রাজা দাস, চলচ্চিত্র নির্মাতা রণজয় রায়চৌধুরী, পৃথা চক্রবর্তী, সুরকার আশু চক্রবর্তীর মতো শিল্পীরা এক নতুন ভিডিওতে তাঁর প্রতি অভিনব শ্রদ্ধাজ্ঞাপন করলেন। বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাই বাংলার পক্ষ থেকে কবি, গীতিকার, চিত্রনাট্যকার ও পরিচালক গুলজ়ারের জন্মদিনে এই শ্রদ্ধা।
ভিডিওতে গুলজ়ারের কয়েকটি শায়েরীর বাংলা অনুবাদ রাজা নিজেই আবৃত্তি করেছেন। রণজয় ও পৃথার নির্দেশনায় এবং আশুর সঙ্গীত পরিচালনায় নির্মিত হয়েছে ভিডিওটি।
আরও পড়ুন: টেলিভিশনে ফিরছেন আবির
রাজা জানালেন, “গুলজ়ারের লেখা দিয়ে আমরা প্রতিটি মুহূর্তকে চিনতে শিখি। তাই তাঁকে ব্যক্তিগতভাবে না চিনলেও, তাঁর কাছে আমরা ধরা দিয়ে ফেলি। তাঁকে ছোটবেলা থেকে যত দেখেছি, মুগ্ধ হয়েছি এবং একইভাবে ক্রমাগত কাছে আসা শুরু করেছি। তাঁর জন্মদিনে আমাদের এই প্রয়াসটুকু যদি সকলের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে ভালো লাগবে। গুলজ়ার আমার কাছে এক জ্যোতিষ্ক, যিনি কিনা তীব্র অন্ধকারের মধ্যেও আলো জ্বেলে দিতে পারেন সকলের মনে।”