রক্ত রহস্য নিয়ে আসছেন সৌকর্য
কলকাতা: রেনবো জেলির স্বাদ এখনও টাটকা। মে মাসে মুক্তিপ্রাপ্ত এই ছবির কথা এখনও চর্চিত দর্শক মহলে। সমালোচকদের তারিফ কুড়িয়েছিল পরিচালক সৌকর্য ঘোষালের দ্বিতীয় ছবি এবং সীমিত রিলিজ় সত্ত্বেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল রেনবো জেলি।
সেই সৌকর্যই এবার হাত দিয়েছেন তাঁর পরবর্তী ছবিতে, যার নাম রক্ত রহস্য। ফুড-ফ্যান্টাসি ছবি রেনবো জেলির পর, এবার তাঁর ঘরাণাও ভিন্ন। এই ছবির বিভিন্ন ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিক, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখার্জি ও বাসবদত্তা চট্টোপাধ্যায়কে।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
রেডিওবাংলানেট-কে সৌকর্য জানালেন, “এই ছবিটিকে ইমোশনাল থ্রিলার বলছি আমরা। এক জনপ্রিয় রেডিয়ো জকির ভূমিকায় অভিনয় করছেন কোয়েল। খুব স্বাধীনচেতা, স্পষ্টবক্তা একটি চরিত্র। বেশিরভাগ ছবিতে আমরা কোয়েলকে যে ভাবে দেখে অভ্যস্ত, তার থেকে একেবারেই আলাদা। গল্পটা মূলত এই চরিত্রটি নিয়েই।”
এই মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে রক্ত রহস্য-এর শ্যুটিং। মুক্তি পাবে আগামী বছর।