বাড়ছে ক্ষোভ, সংকটে জয় বাবা লোকনাথ

RBN Web Desk: সম্প্রচার শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ টিআরপি তালিকায় প্রথম পাঁচে থেকেছে জয় বাবা লোকনাথ ধারাবাহিকটি। বহু দর্শকের কাছেই অন্যতম পছন্দের ধারাবাহিক এটি।

সমস্যা অন্য জায়গায়।

টালিগঞ্জে কান পাতলে শোনা যাচ্ছে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বকেয়া পড়েছে। ক্ষোভও বাড়ছে শিল্পীদের মধ্যে। প্রায় দু’মাসের ওপর পারিশ্রমিক বাকি অনেক শিল্পীরই। যদিও শ্যুটিং এখনও বন্ধ হয়নি এই ধারাবাহিকের, তবে সমস্যার আশু সমাধান না হলে সংকট যে আরও গভীর হতে পারে, সেই উদ্বেগ করছেন অনেকেই।

এই ধারাবাহিকে কাজ করছেন এমন একজন শিল্পীর দাবী, চ্যানেল কর্তৃপক্ষকে তাঁদের বকেয়া পারিশ্রমিকের কথা বলেও কোনও ফল হয়নি।

চেনা সম্পর্কে অচেনা উত্তরণের গল্প মুখার্জীদার বউ

এর আগে একই সংকট দেখা গিয়েছিল ভূমিকন্যা ধারাবাহিকটির ক্ষেত্রেও। সম্প্রচার শুরুর সময় চ্যানেলের সঙ্গে ২০৯টি পর্বের চুক্তি হয়েছিল ধারাবাহিকটির প্রযোজনা সংস্থার। কিন্তু টিআরপি ক্রমশ কমতে থাকায়, ১৫৯টি পর্বের পরেই তড়িঘড়ি শেষ করে দেওয়া হয় ভূমিকন্যা। এরপরেই শুরু হয় সমস্যা। এপিসোড ব্যাঙ্ক তৈরি রাখতে আগাম বেশ কয়েকটি পর্বের শ্যুটিং সেরে রেখেছিল প্রযোজনা সংস্থা। অভিযোগ, এই পর্বগুলোর বকেয়া অর্থ দিতে অস্বীকার করছে চ্যানেল, যার ফলে বাকি পড়েছে শিল্পীদের পারিশ্রমিক। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *