চেনা সম্পর্কে অচেনা উত্তরণের গল্প মুখার্জীদার বউ

RBN Web Desk: শাশুড়ি-বউমার চিরাচরিত অম্ল কষায় সম্পর্ক বাঙালি জীবনের পরিচিত অধ্যায়। সেই সম্পর্কের অন্য মানে খুঁজতে এই নারীদিবসে আসছে পরিচালক পৃথা চক্রবর্তীর প্রথম ছবি ‘মুখার্জীদার বউ’। অন্যতম মুখ্য দুই চরিত্রে অভিনয়ে করেছেন অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশ্বনাথ বসু, অপরাজিতা আঢ্য ও বাদশা মৈত্র।

ছবির কাহিনী আবর্তিত হয় শাশুড়ি শোভারাণী মুখার্জী (অনসূয়া) ও বৌমা অদিতি মুখার্জীকে (কনীনিকা) ঘিরে। এরা এমন দুজন ব্যক্তিত্ব যারা কেউই স্বনামে সেভাবে পরিচিত নন। সারাজীবন মুখার্জীদার বউ হয়েই কেটে যায় তাদের। শোভারাণী সদ্য বিধবা, অদিতি তার পুত্রবধূ। সংসারে আধিপত্য বিস্তারের লড়াইতে দুজনেই ঝাঁপিয়ে পড়েন দুজনের বিরুদ্ধে। কিন্তু এই নিরন্তর লড়াইতে কোথাও যেন দুজনেই আসলে অপ্রাপ্তি ও একাকীত্বের শিকার হতে থাকেন। যে যার স্বামীর থেকে পাওয়া অবহেলা ও অপমানের আঘাতে ক্ষতবিক্ষত হতে হতে একে অন্যের হাত ধরার সিদ্ধান্ত নেন।

হারানো লেত্তি, হারানো লাট্টু

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে  এই ছবি সাধারণ শাশুড়ি-বউয়ের সম্পর্কের মত এগোয় না। বরং এই সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজে।

সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে অনসূয়া জানালেন, “একটি মেয়ের বিয়ে হলেই এখনও তাকে জিজ্ঞাসা করা হয় তার শাশুড়ি কেমন। আবার নতুন বউ এলেই ধরে নেওয়া হয় সে সকলের সঙ্গে মানিয়ে চলতে পারবে না। এগুলো বহু প্রাচীন ধারণা, যেগুলো এখনও কিছুটা হলেও সমাজে থেকে গিয়েছে। শুনতে একটু একঘেয়ে লাগলেও এখান থেকেই ছবির গল্প শুরু হয়। শাশুড়ির ছেলেমানুষি ও দুর্ব্যবহারে অতিষ্ট হয়ে বউমা বুঝতে পারে তার একাকীত্বকে। সে নিজে যদিও চাকরি করে না, তবুও সে হাত বাড়িয়ে দেয় অন্যজনের প্রতি। সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় শাশুড়িকে। খুব বড় কিছু মেসেজ নেই ছবিতে। কিন্তু ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে এভাবেও সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায়।”

যে জন থাকে মাঝখানে

এই প্রসঙ্গে পৃথা সংবাদমাধ্যমকে জানালেন যে শোভারাণী ও অদিতির মধ্যে প্রায় সারাক্ষণই একটা ঠাণ্ডা-গরম লড়াই চলতে থাকে। কিন্তু তার মানে এই নয় যে তারা কেউ একে অপরকে সহ্য করতে পারেন না। এটা বুঝতে হবে যে পরিস্থিতিই এই দুজন মানুষকে লড়িয়ে দেয়।

পৃথার ছবিতে এই দুই নারী তাদের অস্তিত্বের সঙ্গে সঙ্গে নিজেদের সম্পর্কের অর্থকেও খুঁজে পায়।

আগামীকাল মুক্তি পাচ্ছে মুখার্জীদার বউ।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *