মার্টিন শিনের গলায় রবীন্দ্রনাথ, গ্রেপ্তারের পর মুক্ত ওয়াকিনও
RBN Web Desk: বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে হলিউড শিল্পীদের এক বিক্ষোভ সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়ে উঠল প্রতিবাদের ভাষা। প্রবীণ মার্কিন অভিনেতা মার্টিন শিনের গলায় শোনা গেল ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’-এর ইংরেজী অনুবাদ ‘হোয়্যার দ্য মাইন্ড ইজ় উইদাউট ফিয়ার’। ১০ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটলের সামনে বিশিষ্ট অভিনেত্রী জেন ফন্ডার ডাকে এই সমাবেশে উপস্থিত ছিলেন ‘জোকার’ খ্যাত ওয়াকিন ফিনিক্স, সুসান সারান্ডন, ম্যাগি জিলেনহ্যালদের মতো তারকারা।
সমাবেশে মার্টিন তাঁর বক্তৃতা শেষ করেন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে। বক্তৃতা দেন ওয়াকিনও। কিছুদিন আগে ‘জোকার’-এর জন্য সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন ওয়াকিন। পুরস্কার মঞ্চে জলবায়ু পরিবর্তন নিয়ে তাঁর বক্তৃতা বিতর্কের সৃষ্টি করে।
আরও পড়ুন: ‘ফ্যাতাড়ুদের ওড়া কোনওদিনও বন্ধ হবে না’
সমাবেশের পরপরই ক্যাপিটল অঞ্চলে অবরোধ সৃষ্টি ও যাতায়াত ব্যাহত করার অভিযোগে মার্টিন ও ওয়াকিন সহ ১৪৭ জন বিক্ষোভাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।