এ সপ্তাহের গল্প: কী জানতে পারল সালঙ্কারা?
RBN Web Desk: ঐশানি ও ঋকের বিয়ে নিয়ে বাড়ির সকলে মেতে উঠেছে। তারই মাঝে মিথ্যা অপবাদে জর্জরিত প্রিয়ম। তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় সালঙ্কারা। দুই বাড়ির ভুল বোঝাবুঝির কারণে ঋক ও ঐশানির মধ্যেও ঝগড়া বিবাদ হয়। এরই মধ্যে সালঙ্কারা জানতে পারে তার বালিগঞ্জের শাড়ির শোরুমে কে আগুন লাগিয়েছে। কী হবে এরপর? প্রিয়মকে কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? নাকি অন্য কোনও বিপদে জড়িয়ে পড়বে প্রিয়মের জীবন?
এ সপ্তাহে এভাবেই এগোতে চলেছে ‘জীবন সাথী’র গল্প। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে অভিনয় করছেন ইন্দ্রাণী দত্ত, শ্রাবণী ভূঁইঞা, পল্লবী শর্মা ও আরও অনেকে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
ইন্দ্রাণী অভিনীত সালঙ্কারা চরিত্রটি প্রাথমিকভাবে খল মনে হলেও অভিনেত্রীর কথায়, এর মধ্যে একাধিক স্তর রয়েছে যা সময়ের সঙ্গে-সঙ্গে উন্মোচিত হবে।
প্রতি সোম থেকে শনি রাত ৯টায় জ়ি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় ‘জীবন সাথী’।