‘চঞ্চু’র পর এবার মহালয়ায় দেবীর আবাহনে আবির
RBN Web Desk: রথযাত্রার দিন প্রতিমার কাঠামো পুজো দিয়ে দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে বলা যায়। অনেক পুজো প্যান্ডেলেই এই দিন খুঁটিপুজোর রেওয়াজ রয়েছে। তাই আজকের দিনেই তাঁর পরবর্তী ছবি ‘জয়ং দেহি’ ঘোষণা করলেন পরিচালক আবির রায়। ছবির প্রথম পোস্টারও প্রকাশ হয়ে গেল আজ। মহিষাসুরমর্দিনীর কাহিনী নিয়ে তৈরি এই ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন সায়নী চক্রবর্তী ও সাগরদীপ রায়।
এর আগে সত্যজিৎ রায়ের ‘বৃহচ্চঞ্চু’ অবলম্বনে ‘চঞ্চু’ তৈরি করে বেশ আলোড়ন ফেলে দিয়েছিলেন আবির। মার্চে মুক্তি পেয়েছিল ‘চঞ্চু’। কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া শেয়ারের মাধ্যমে তুমুল ভাইরাল হয় সেই ছবি। তখনই রেডিওবাংলানেট-কে পরিচালক জানিয়েছিলেন যে মহিষাসুরমর্দিনী নিয়ে তাঁর কাজ করার ইচ্ছে রয়েছে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
আকাশবাণী থেকে মহালয়ায় প্রচারিত ‘মহিষাসুরমর্দিনী’ সাজানো থাকে গান, চন্ডীপাঠ ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর ভাষ্য দিয়ে। বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে সেই অনুষ্ঠান। পরে যখন সেই মহিষাসুরমর্দিনী টেলিভিশনে এল, তখন নৃত্যনাট্যের আঙ্গিকে কিছু ছোট-ছোট গল্পের মাধ্যমে দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ দেখানো হতো। এখনও প্রতিবছর সেভাবেই বিভিন্ন চ্যানেল মহালয়ার বিশেষ অনুষ্ঠান সাজিয়ে থাকে।
তবে ‘জয়ং দেহি’ এর থেকে অনেকটাই আলাদা হতে চলেছে বলে দাবি করলেন আবির। “আমরা ছোট থেকে যেমন দেখে আসছি তার মধ্যে মূল কাহিনীর চেয়ে বেশি নৃত্যনাট্য ও রেডিওর মহিষাসুরমর্দিনীর কিছু অংশ অভিনয় ছাড়া আর কিছু থাকতো না,” বললেন আবির। “কিন্তু ঘন্টা দেড়েকের এই ছবিতে চন্ডী, ব্রহ্মবৈবর্ত পুরাণ বা মার্কণ্ডেয় পুরাণ ঘেঁটে আমরা যেটা দেখাতে চলেছি তাতে মহিষাসুর ও দুর্গার সৃষ্টি, কেন যুদ্ধের পরিস্থিতি ঘটল বা মহিষাসুর কেন স্বর্গরাজ্য আক্রমণ করল, এই সমস্ত কিছু থাকবে। আধুনিকতার মোড়কে নয়, বরং পুরাণের গল্পের যে রূপ সেভাবেই দুর্গা ও মহিষাসুরের কাহিনী এখানে দেখানো হয়েছে। তবে সবটাই এখানে অভিনয়ের মাধ্যমে হবে, ছবিতে নাচের কোনও ভূমিকা থাকছে না।”
এই ছবির ৯৫ শতাংশ ক্ষেত্রে ভিএফএক্স ব্যবহৃত হয়েছে বলে জানালেন আবির। পুজো উপলক্ষে যেহেতু ছবিটি মুক্তি পাবে তাই তা দর্শকের ভালো লাগবে বলেই আশা করছেন তিনি।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এরপর একটি ভৌতিক গল্প নিয়ে কাজ করার ইচ্ছেও আছে তাঁর যদিও সেভাবে এখনও কিছু ঠিক হয়নি।
‘জয়ং দেহি’র সঙ্গীত পরিচালনা করেছেন অভিমান পাল। চিত্রগ্রহণে রয়েছেন অনির্বাণ চৌধুরী। ছবির জন্য যাবতীয় পৌরাণিক গবেষণা করেছেন উৎসব চৌধুরী। সম্পাদনা করেছেন আবির।
মহালয়ার দিন অনলাইনে মুক্তি পেতে চলেছে ‘জয়ং দেহি’।