নারীপাচারকে কেন্দ্র করে নতুন থ্রিলার
RBN Web Desk: বর্তমানে ওয়েব সিরিজ়ের জগতে থ্রিলার কাহিনীর অন্ত নেই। কোনওটায় থাকে প্রাইভেট ডিটেকটিভ, সঙ্গে মুচমুচে রহস্য, কোথাও আবার সমাজের জ্বলন্ত সমস্যাই এসে হাজির হয় থ্রিলারের মাধ্যমে। এই দ্বিতীয় বিষয়টি আরও একবার স্পষ্ট হতে চলেছে সুব্রত গুহ রায়ের নতুন থ্রিলার ‘টাকি টেলস’-এ।
নারীপাচার সমাজে ঘৃণ্যতম অপরাধগুলির অন্যতম। তবু প্রশাসনের নজর এড়িয়ে প্রায় নিয়মিত ঘটে চলে এমন ঘটনা। এই ভয়ঙ্কর অপরাধকেই তাঁর নতুন সিরিজ়ে রহস্যের কেন্দ্রে বসিয়েছেন সুব্রত।
আরও পড়ুন: মেগাধারাবাহিকে ফিরছেন অঞ্জনা
‘টাকি টেলস’-এর কেন্দ্রীয় চরিত্র নেরুলি থানার সাবইন্সপেক্টর শুভঙ্কর বক্সী। একদিন তিনি এক অচেনা মহিলার ফোন থেকে হঠাৎ জানতে পারেন, ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর তীরে চলছে নারীপাচার। অনিচ্ছাসত্ত্বেও এই নাম না জানা মহিলার অনুরোধ ফেলতে পারেন না, উদ্ধার করেন সেই মহিলাদের।
তবে ঘটনা এখানেই শেষ হয় না। আবারও এবং পরে একাধিকবার সেই অজানা মহিলা শুভঙ্করকে ফোনে নানা খবর দিতে থাকে। ক্রমশ এই নারীপাচার চক্রের গভীরে ঢুকে যেতে থাকে শুভঙ্কর। সে দেখতে পায়, এই চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্যাংস্টার, স্থানীয় রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালী বিভিন্ন মানুষ।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এই তদন্তে কি সফল হয় শুভঙ্কর? ফোনের ওপারে সেই অজানা মহিলাই বা কে? এইসব নিয়েই তৈরি হয়েছে ‘টাকি টেলস’। এই সিরিজ়ে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, সাগ্নিক চট্টোপাধ্যায় (সিনিয়র), তরঙ্গ সরকার, দিশা সমাজপতি, সাগ্নিক চট্টোপাধ্যায় (জুনিয়র), উষশী রায়, ভাস্কর দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, নমিতা চক্রবর্তী ও আর্যা বন্দ্যোপাধ্যায়। একটি চরিত্রে পরিচালক নিজেও রয়েছেন।
‘টাকি টেলস’-এর কাহিনী বিন্যাস ও সম্পাদনা করেছেন শুভ্র রায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শক্তিধর বীর। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সৌরভ বন্দ্যোপাধ্যায় ও আবহ নির্মাণ করেছেন বিনিত রঞ্জন মৈত্র।
১৫ জুলাই থেকে ক্লিক-এ দেখা যাবে ‘টাকি টেলস’।