দেবী চৌধুরানীর দাপট, রুখে দাঁড়ানোর পথ খুঁজছে সাত ভাই চম্পা
RBN Web Desk: সবে মাত্র স্টার জলসায় রাত আটটার স্লটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক দেবী চৌধুরানী। পরের সপ্তাহের টি আর পি তালিকা আসতে এখনও অনেকটাই দেরি। কিন্তু ইতিমধ্যেই বেশ চাপে পড়ে গেছে সাত ভাই চম্পা ধারাবাহিকটি।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে মোটেই আশানুরূপ ফল করতে পারেনি জ়ি টিভিতে একই সময়ে প্রচারিত হওয়া সাত ভাই চম্পা। একটা সময়ে শাশুড়ি-বৌমার কাজিয়ার মাঝে বেশ ভালো জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। কিচেন পলিটিক্সের থোর-বড়ি-খাড়া গল্পের মাঝে দর্শক মনে ভালো ছাপ ফেলেছিল সাত ভাই চম্পা। কিন্তু সাম্প্রতিক সময়ে আগের ফলাফলের ধারে কাছেও নেই এই পৌরাণিক গল্প।
যে জন থাকে মাঝখানে
সূ্ত্রের খবর, যে ভাবে ঢাকঢোল পিটিয়ে দেবী চৌধুরানী শুরু হয়েছে, তাতে এখন আরও বিপদে সাত ভাই চম্পা। জ়ি কর্তৃপক্ষ না কি নির্মাতাদের ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, আগামী দিনে ফল ভালো না করতে পারলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্লটে সরিয়ে দেওয়া হতে পারে ধারাবাহিকটি।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
আর তাই, নতুন চমক হিসেবে এবার প্রস্তরমূর্তি হতে চলেছে পারুল, যা পরে ভেঙেও ফেলবে তার চিরশত্রু মল্লিকা। তারপর কি হবে, তাই নিয়েই পরবর্তীকালে এগোবে সাত ভাই চম্পার গল্প। তবে জ়ি টিভির এই ধারাবাহিকটিকে অনেকটাই নির্ভর করে থাকতে হবে দেবী চৌধুরানী কেমন ফল করে তার ওপর।