‘জালবন্দী’র চক্রে দর্শনা ও নবাগত প্রিন্স
RBN Web Desk: বিমা কোম্পানির এজেন্ট অনিশ। সে সবসময় সততার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখে, চেষ্টা করে সংস্থা ও ক্লায়েন্টের সঙ্গে সৎ থাকতে। তবে ক্রমাগত কাজ করতে-করতে কর্পোরেট জগতের সে রূঢ় সত্যের সম্মুখীন হয়। অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়ে দুর্নীতির জালে। এমন একটা সময় আসে যখন অনিশ মৃত্যু ও দুর্নীতির মধ্যে একটি পথ বেছে নেওয়ার জন্য মাত্র ৭২ ঘন্টা সময় পায় । একদিকে সত্ত্বার সত্যতা অন্যদিকে দুর্নীতির সঙ্গে আপোস, কোন পথ বেছে নেবে অনিশ? দুর্নীতির জাল থেকে কি সে বেরিয়ে আসতে পারবে?
সমরেশ মজুমদারের কলমে ‘জালবন্দী’ গল্পের সারসংক্ষেপ এটাই। এই কাহিনী অবলম্বনেই একই নামের ছবি তৈরি করেছেন পরিচালক পীযূষ সাহা। এর আগে ‘কর্তব্য’, ‘তুলকালাম’, ‘নীল আকাশের চাঁদনী’ ও ‘কেল্লাফতে’র মতো ছবি পরিচালনা করেছেন পীযূষ।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘জালবন্দী’তে অনিশের ভূমিকায় অভিনয় করেছেন প্রিন্স প্রাচুর্য। এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন পীযূষের পুত্র প্রাচুর্য। নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন দর্শনা বণিক। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, খরাজ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, জুন মাল্য ও রণজয় বিষ্ণু। ‘জালবন্দী’ নিয়ে আশাবাদী সকলেই।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত ঈশান।
ফেব্রুয়ারিতেই ‘জালবন্দী’র মুক্তি পাওয়ার কথা ছিল। থ্রিলারধর্মী এই ছবির শ্যুটিং, ডাবিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে করোনা অতিমারীর কারণে পিছিয়ে যায় মুক্তি।
অবশেষে ২০ মে মুক্তি পেতে চলেছে ‘জালবন্দী’।