কী বিশাল ক্যানভাস, ডাবিং করার সময় বুঝলাম: ইশা
RBN Web Desk: “ছবিটা ঘোষণা হওয়ার পর থেকে আমাদের সবার মধ্যে যে আগ্রহটা ছিল সেটা পূর্ণতা পায় শুটিং সেটে গিয়ে। তারপর ডাবিং করতে গিয়ে যখন পুরোটা দেখলাম তখন বুঝলাম কী বিশাল একটা ক্যানভাসে ছবিটা তৈরি হতে চলেছে।” পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবি সম্পর্কে এমনটাই বললেন অভিনেত্রী ইশা সাহা।
ইশা ছাড়াও ‘গোলন্দাজ’ ছবির বিভিন্ন ভূমিকায় রয়েছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, শ্রীকান্ত আচার্য, জন ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়। পয়লা বৈশাখে শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে মুক্তি পেল এই ছবির টিজ়ার। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে তৈরি হয়েছে ‘গোলন্দাজ’।
আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস
ছবির মূল বিষয় ফুটবল। তাই ‘গোলন্দাজ’ তৈরি হওয়ার নেপথ্যে সমস্ত কলাকুশলীদের যে অক্লান্ত পরিশ্রম ছিল তা উল্লেখ করলেন সব শিল্পীরাই। “অন্য সব শিল্পীদের তুলনায় আমার পরিশ্রম সত্যিই কম ছিল, এটা অস্বীকার করার কোনও জায়গা নেই,” বললেন ইশা।
ছবিতে কৃষ্ণকমলিনীর চরিত্রে রয়েছেন ইশা। দেবের মতে ইশা ছাড়া আর কাউকেই সম্ভবত এই ভূমিকায় মানাতো না। প্রয়োজনে যে কোনও শট একশবার দিতে হলেও ইশার মধ্যে কখনও ক্লান্তি দেখেননি তিনি।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
“বর্ধমানের কাছে একটা বাড়িতে আমাদের শুট হতো। আমরা ভোরবেলায় অন্ধকার থাকতে বেরোতাম। দু’ঘন্টা লাগত পৌঁছতে। তারপর অনেকটা সময় চলে যেত। বিশেষভাবে শাড়ি পরা, খোঁপা বাঁধা, মেকআপ করা এসব করতে অনেকটা সময় লাগত। সব সেরে যখন শট দিতে যেতাম তখন এগারোটা বেজে যেত,” শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানালেন ইশা।
‘গোলন্দাজ’ যেহেতু পিরিয়ড ছবি তাই সেক্ষেত্রে কথা বলার সময় কোনও বিশেষ ধরনের আঞ্চলিক টানকে কি অনুসরণ করা হয়েছে? “না, অ্যাকসেন্ট খুব একটা যে পাল্টাতে হয়েছে তেমন নয়। কিছু জিনিস মাথায় রাখতে হয়েছে ঠিকই। তবে এই ছবিতে আমার চরিত্রটা শোভাবাজার রাজবাড়ির মেয়ের। তাই আমি তো কলকাতা শহরেরই, সেইজন্য খুব কিছু পাল্টাতে হয়নি,” জানালেন ইশা।
পরিচালকের সঙ্গে এটি ইশার তৃতীয় ছবি। তবে আগের ছবিগুলোর সঙ্গে ‘গোলন্দাজ’-এর পার্থক্য তিনি নিজেই বুঝিয়ে দিলেন। “এই টিমটার সঙ্গে আমি আগেও কাজ করেছি। ধ্রুবদা বা সৌমিকদা (হালদার, চিত্রগ্রাহক) সকলের কাজের স্টাইল আমার চেনা। কিন্তু ‘গোলন্দাজ’-এ কাজ করতে গিয়ে বুঝেছি এই ছবিটা কতটা আলাদা। প্রায় পাঁচশোজন জুনিয়র আর্টিস্ট থাকত প্রতিদিন। আমি এতদিন যে ধরণের ছবি করে এসেছি, সেখানে এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি। ছবিটা মুক্তি পেলে দর্শক বুঝতে পারবেন আমরা কেন ‘গোলন্দাজ’-এর জন্য এতটা অপেক্ষায় রয়েছি” বললেন ইশা।
আগস্টে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’।