টেলিভিশনে খলনায়িকার চরিত্রে দেবলীনা
RBN Web Desk: বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘তীরন্দাজ শবর’। অরিন্দম শীলের পরিচালনায় এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে রাজর্ষি দে পরিচালিত ‘আবার কঞ্চনজঙ্ঘা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও একাধিক প্রথম সারির পরিচালকের ছবিতে কাজ করেছেন দেবলীনা।
টেলিভিশনে এটাই দেবলীনার প্রথম কাজ নয়। ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকে এক দেবদাসীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে ছিলেন দেবলীনা।
আরও পড়ুন: পুরুলিয়ায় ফিল্ম সিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবারে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে এক খলনায়িকার চরিত্রে দেখা যাবে দেবলীনাকে। এই প্রথমবার টেলিভিশনে কোনও পূর্ণাঙ্গ চরিত্রে রয়েছেন তিনি। খলনায়িকার চরিত্র বলেই ‘সাহেবের চিঠি’র প্রস্তাব গ্রহণ করেছেন তিনি, জানিয়েছেন অভিনেত্রী। তাছাড়া মুখ্য চরিত্রের শিল্পীদের মতো টানা সময় দিতে পারবেন না বলেই এই ধারাবাহিকে কাজ করতে রাজি হয়েছেন তিনি।
এ সপ্তাহেই শুরু হবে ‘সাহেবের চিঠি’র শ্যুটিং।