এ যেন পেলে ও মারাদোনার একসঙ্গে ফুটবল ম্যাচ: ধ্রুব
RBN Web Desk: কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের এক ফ্রেমে থাকা অনেকটা পেলে ও মারাদোনার একসঙ্গে ফুটবল ম্যাচ খেলার মতো ব্যাপার, এমনটাই মনে করেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে মুক্তি পেল ধ্রুবর প্রথম ওয়েব সিরিজ় ‘টিকটিকি’র ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুব ও অনির্বাণ।
এই সিরিজ়ে সৌমেন্দ্রকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। মিলন বসাকের ভূমিকায় রয়েছেন অনির্বাণ।
১৯৭০ সালে ব্রিটিশ নাট্যকার অ্যান্থনি শ্যাফর লিখেছিলেন দুই চরিত্র বিশিষ্ট নাটক ‘স্লিউথ’। তারপর কেটে গেছে পঞ্চাশ বছর। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একাধিক ভাষায়, নানা আঙ্গিকে মঞ্চস্থ হয়েছে ‘স্লিউথ’। একটি ছবিও হয়েছে এই নাটক অবলম্বনে। সেই গল্প নিয়ে এবার বাংলায় ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন ধ্রুব, নাম ‘টিকটিকি’। একই নামের নাটকে এক সময় অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও কৌশিক সেন। এমনকি তাঁদের অভিনীত টেলিফিল্মও হয়েছে বাংলায়। শোনা যায়, সৌমিত্রকে সঙ্গে নিয়ে উত্তমকুমারও এই নাটক নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন। ‘টিকটিকি’ মঞ্চে উপস্থাপন করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন উৎপল দত্তও। তিনিই প্রথম ‘স্লিউথ’ বাংলায় অনুবাদ করেন।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
প্রযোজনা সংস্থার ১০০তম ওয়েব সিরিজ় ‘টিকটিকি’। “একদম শুরুর দিকে মুক্তিপ্রাপ্ত সিরিজ়গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল ‘ব্যোমকেশ’। এই ‘ব্যোমকেশ’ দিয়েই আমার ওয়েব সিরিজ়ে অভিনয় শুরু। আজ ১০০তম সিরিজ়ে অভিনয় করতে পেরে আমার একটি বৃত্ত সম্পূর্ণ হলো,” মনে করেন অনির্বাণ।
এই প্রথমবার পর্দায় মুখোমুখি অনির্বাণ ও কৌশিক। এরকম দুই শক্তিশালী অভিনেতাকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন? “আমি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ‘টিকটিকি’ নিয়ে একান্তই যদি কাজ করতে হয় তাহলে অনির্বাণ ও কৌশিকদাকে নিয়েই করব। পরিচালক হিসেবে আমাকে প্রায় কিছুই করতে হয়নি। আমি শুধু ওদের খেলাটা আরও মসৃণ করার জন্য মঞ্চটা সুসজ্জিত করে দিয়েছিলাম। বাকি ওরা যা অভিনয় করেছে, আমি ক্যামেরার পিছনে বসে উপভোগ করেছি। মাঝেমাঝে এমনও হয়েছে আমি ‘কাট’ বলতে ভুলে গেছি,” জানালেন ধ্রুব।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
‘টিকটিকি’ নিয়ে স্বভাবতই উত্তেজিত অনির্বাণ। তাঁর কথায়, “মিলন বসাক এমন একটি চরিত্র যেটা কোনওভাবেই ছাড়া যায় না। যে কোনও অভিনেতার জীবনে এই চরিত্রে কাজ করা একটা মাইলস্টোন।”
সিরিজ়টি পরিচিত কাহিনী নিয়ে হলেও, বিশদে মুখ খুললেন না কেউই। তবে অনির্বাণ জানালেন, “যেহেতু ‘টিকটিকি’ নিয়ে অনেক কাজ আগে হয়ে গেছে, তাই আমরা গল্পের অ্যাটিটিউডটাকে বদলানোর চেষ্টা করেছি।”
ব্যক্তিগত কারণে ট্রেলার মুক্তির সময় উপস্থিত থাকতে পারেননি কৌশিক। তবে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন তিনি।
১৮ মার্চ মুক্তি পেতে চলেছে ‘টিকটিকি’।
ছবি: গার্গী মজুমদার