হরিহরণ, বিক্রমের সঙ্গে কলকাতা ঘুরলেন প্রিয়াঙ্কা ও অরিন্দম
RBN Web Desk: এ দেশের মানুষই হোক বা পৃথিবীর যে কোনও প্রান্তের, কল্লোলিনী কলকাতার প্রেমে পড়েননি এমন কেউ নেই বললেই চলে। পুরনো কলকাতার গন্ধ, অফিসপাড়া, ট্রামলাইন, ময়দান বা শহরের আশেপাশে ছড়িয়ে থাকা ছোটবড় স্থাপত্য, অলিগলি, হয়ত কংক্রিটের জঙ্গল যা নতুন কিছুই নয় তবু যেন কত কাছের, কত চেনা মনে হয়।
মায়াভরা এই কলকাতাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে সুর আর তালের সমন্বয়ে হরিহরণ এবং বিক্রম ঘোষের মিলিত প্রয়াস ‘ইশক’। আর এই ভালোবাসাকে ক্যামেরাবন্দী করেছেন পরিচালক অরিন্দম শীল।
প্রথমবার হরিহরণের সঙ্গে কাজ করে আপ্লুত অরিন্দম জানালেন, “এই ক’দিনে একেবারে বন্ধু হয়ে গেছি। এই বয়সে এরকম গায়কী খুব কম শিল্পীরই আছে। আর গানই তাঁর ধ্যানজ্ঞান। এই অধ্যাবসায় ও নিষ্ঠা অবিশ্বাস্য। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হরিজীর জীবন আক্ষরিক অর্থে ‘sleep, eat n drink music’ এইভাবে আবর্তিত হয়।”
আরও পড়ুন: ‘মোহর’, ‘শ্রীময়ী’র পর এবার ‘সাঁঝের বাতি’
মিউজ়িক ভিডিওতে পুরনো কলকাতার নস্টালজিয়া ফিরিয়ে আনার চেষ্টা করেছেন অরিন্দম। রয়েছে কলকাতার দোতলা বাসও। তবে এটা লন্ডন স্টাইলের খোলা দোতলা বাস।
“সবচেয়ে মজার বিষয় হলো এই দোতলা বাসটি নিয়ে আমরা হাওড়া ব্রিজে শুট করেছি। অসম্ভব সুন্দর সব দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি,” জানালেন অরিন্দম।
‘দিল হাওয়াই হ্যায়’ মিউজ়িক ভিডিওতে হরিহরণ ও বিক্রমের সঙ্গে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার মধ্যে দিয়েই কলকাতাকে তুলে ধরা হয়েছে।
“যদিও খুব কম সময়ের মধ্যে কাজটা করতে হয়েছে তবুও আমরা সকলেই খুব মজা করে শুট করেছি,” জানালেন প্রিয়াঙ্কা। “অরিন্দমদা, বিক্রমদার সঙ্গে কাজ করতে তো সবসময়ই ভালো লাগে। তবে হরিজীর সঙ্গে কাজ করাটা বিরাট বড় পাওনা।”
কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই অ্যালবামের আরেকটি গান ‘বাতো বাতো মে’। পুরনো কলকাতার গল্পে সেখানে দেখা গিয়েছিল সৌরসেনী মৈত্রকে।
দুটি গানেরই কথা লিখেছেন সৌগত বসু।