বিশিষ্ট ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের জীবনাবসান
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন। গতকাল রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ৪ মে সল্টলেকের বাসিন্দা বাসুদেবনকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মে তাঁর করোনা পরীক্ষা পজ়িটিভ আসে। প্রবল শ্বাসকষ্টের কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রুশ-ভারত সম্পর্ক, ভারত ও ইউরোপের গণতন্ত্র এবং উন্নয়ন ও সমসাময়িক বিশ্বরাজনীতি নিয়ে পিএইচডি করেন হরিশঙ্কর। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মত দেশের একাধিক বিখ্যাত প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলেন তিনি।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
রুশ-ভারত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের বাণিজ্যমন্ত্রকের উপদেষ্টার পদও সামলেছেন তিনি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সিলেবাস কমিটির সভাপতিও ছিলেন হরিশঙ্কর।