করোনা ত্রাণ তহবিল সংগ্রহের উদ্দেশ্যে শুরু হলো ‘আনলক’
RBN Web Desk: করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ ঘরে বন্দী থাকলেও তার জন্য সৃষ্টিশীলতা থেমে থাকছে না। সারা দেশের শিল্পীরা ঘরে বসেই কেউ তৈরি করছেন স্বল্পদৈর্ঘ্যের ছবি, কেউ গান গাইছেন তো কেউ দিচ্ছেন ভালো থাকার টিপস। এই সবকিছুই হচ্ছে লকডাউনের নিয়ম মনে, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে।
এই ধরণের প্রচেষ্টাকেই সঠিক উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার লক্ষ্যে কাজ করছেন সোমনাথ দাশগুপ্ত ও সমর্পিতা চন্দ। শিল্পকলাকে প্রদর্শনকে শুধুমাত্র বিনোদনের গন্ডিতে আবদ্ধ না রেখে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছেন তাঁদের সংস্থা ‘কার্পে দিয়েম’-এর মাধ্যমে। সোমনাথ ও সমর্পিতার ‘আনলক’ নামের এক অনলাইন শো-এর মাধ্যমে দর্শক দেখতে পারবেন নানা ধরণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এখনও পর্যন্ত যোগ দিয়েছেন অপর্ণা সেন, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, সাত্যকি বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, দেব গৌতম, শৌভিক মুখোপাধ্যায় ও সুদীপ্ত গায়েন।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এই সিরিজ়ের প্রথম অনুষ্ঠানটি হয় ২৬ এপ্রিল। দর্শকদের তরফে সাড়া পাওয়ার পর প্রতি রবিবার এই অনুষ্ঠান করা হবে। আগামীকাল সন্ধ্যা ৬.৩০টায় সম্প্রচারিত হবে এই সিরিজে়র পরবর্তী অনুষ্ঠান। টিকিটের দাম ₹৫১। এই শো থেকে সংগৃহিত সমস্ত অর্থ দান করা হবে করোনা সংক্রান্ত ত্রাণ তহবিলে।