সুব্রত রায়ের বায়োপিক করতে চলেছেন সুদীপ্ত
RBN Web Desk: ব্যবসায়ী সুব্রত রায়ের বায়োপিক তৈরি করতে চলেছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ছবি ঘোষণা করা হয়। একই সঙ্গে সাহারা ইন্ডিয়া সংস্থার স্রষ্টা সুব্রত রায়ের ৭৫তম জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর জীবনীচিত্রের প্রথম ঝলক।
৫ মে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায় ছবিটি। পশ্চিমবঙ্গে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের উপর নিষেধাজ্ঞাও জারি করে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্মাতারা। শীর্ষ আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে উঠে যায় নিষেধাজ্ঞা।
সুব্রত রায়ের বায়োপিকের নাম ‘সাহারাশ্রী’। উল্লেখ্য, নিজেকে এই নামেই পরিচয় দিতেন তিনি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবির গান লিখবেন গুলজ়ার। কলকাতা ছাড়াও দিল্লি, লন্ডন ও মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে হবে ছুটির শুটিং।
আরও পড়ুন: প্রাক্তন বনাম বর্তমান নয়
₹২৪,০০০ কোটিরও বেশি আর্থিক দুর্নীতির মামলায় ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আদশে জেল হয় সুব্রতর। বর্তমানে সাময়িকভাবে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
‘সাহারাশ্রী’র নামভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
ছবি: RBN আর্কাইভ